শিরোনাম

অগ্রবাণী সাহিত্যিক কর্ণার- অসাক অভিষেক সভা ও সাহিত্যবন্ধন মিলনমেলা সফল সম্পন্ন

 

বিশেষ প্রতিনিধি, আমির বিন সুলতান: 

সাহিত্য হোক মানবতার এবং সুস্থ্য সাহিত্যের অগ্রপ্রতীক, নব নবীনদের সাহিত্যে অগ্রগতিমূলক প্লাটফরম তৈরীর চিন্তাধারা কে সামনে রেখে গতকাল ১৭জানুয়ারী ঢাকা কাঁটাবন চৌরাস্তার মোড়, কবিতা ক্যাঁপে অনুষ্ঠিত হলো, অগ্রবাণী সাহিত্যিক কর্ণার এর প্রথম অভিষেক সভা ও গুণিলেখক ও আন্তর্জাতিক সাহিত্যবন্ধন মিলন মেলা অনুষ্ঠান।

সাহিত্যবন্ধন ও স্বসাপ এর সম্মানিত প্রতিষ্ঠাতা কবি ও সংগঠক রোকসানা সুখীর সভাপতিত্বে , অসাক এর সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি আহম্মেদ হৃদয় এর সঞ্চলনায় অভিষেকে কবিতাপাঠ ও অতিথিদের স্বাগত বক্তবের মধ্য দিয়ে শুরু হয়,।

অনুষ্ঠানে বক্তারা নবীনদের অনুপ্রেরণামূলক এগিয়ে যাওয়ার সাহস স্বপ্নময় বক্তব্য রাখেন,
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাহমুদুল হাসান নিজামী- কবি, সম্পাদক ও গবেষক –
উদ্বোধক ছিলেন- এবিএম সোহেল রশীদ – কবি ও অভিনেতা –
প্রধান আলোচক হিসেবে উপস্হিত ছিলেন- নূরুল ইসলাম বিপিএম- কবি ও গীতিকার –
অালোকচ – আতিক হেলাল -দেশবরেণ্য ছড়াকার –
প্রধান বক্তা – মোসলেহ্ উদ্দিন – কবি ও সংগঠক –
বিশেষ অালোকচ – মামুনূর রশীদ- কবি, সংগঠক, গীতিকার ও প্রকাশক –
বিশেষ বক্তা – স্বদেশ কবি, আবুবক্কর ছিদ্দিক – কবি ও সংগঠক –
বিশেষ বক্তা – মুন্সী কবির- আধ্যাত্মিক বিজ্ঞান গবেষক ও কবি-
স্বাগত বক্তা – আহমেদ হৃদয় – প্রতিষ্ঠাতা সভাপতি – অগ্রবানী সাহিত্য কর্ণার-অসাক-

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন-
রাশেদ রেহমান, ইমরান শাহ্, শাহরিয়ার কামাল- অাবুল কালাম অাজাদ, এসএকে রেজাউল করিম,ইশতিয়াক হোসেন- বাদল কৃষ্ণ বনিক,রুনা অাক্তার স্বপ্না,বিশিষ্ট শিশুসাহিত্যিক কবি সাংবাদিক অামির বিন সুলতান এর প্রতিনিধি ইলিয়াস মোহাম্মদ নিহাদ, জাহিদ মাহমুদ, মোঃ সোহাগ, অারিফ অাহসান, এবিএম জিয়াউর রহমান ছিদ্দিক উপস্থিত ছিলেন- বরেণ্য কবিরত্নগন-
বিশেষ অামন্ত্রিত অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- বঙ্গ-নিউজের চেয়ারম্যান ও প্রফেসর লুতফুর রহমান জয়-
এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ আবৃতি, গান, সাংস্কৃতিক মনোমুগ্ধকর পরিবেশনা ও বরেণ্য কবিরত্নদের অালোচনার ও সন্মাননা স্বারক প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান সফল সম্পন্ন করেন।

নিউজটি শেয়ার করুন :