এটিএম হেমায়ত উদ্দীন রাহঃ তিনি শুধু রাজনৈতিক মাঠে অবিসংবাদিত নেতা নন, তিনি একজন ইসলামের আদর্শিক রাহবার, তিনি একজন ইসলামিক স্কলার গবেষক, লেখক, তারুণ্যের অভিভাবক।
হে প্রিয় নেতা এত তাড়াহুড়ো করে চলে যাওয়ার কি দরকার ছিলো, এই দুঃসময়ে আপনার খুবই প্রয়োজন ছিলো। খুন, ধর্ষণ, অন্যায়, অবিচার, রাহাজানির অতলগহ্বরে নিমজ্জিত
এই সমাজ! লাখোকোটি দিশেহারা তরুণ যুবক আপনাদের অনুসরণ অনুপ্রেরণার অপেক্ষায় থাকে।
আপনাদের দেখানো সততা, ঐক্য, নিষ্ঠা, ন্যায়পরায়ণ, ইসলামী
রাজনীতিজ্ঞ যা দেখিয়ে আসছেন তা এই অন্ধকার সমাজকে ধীরে-ধীরে
আলোকিত করে আসছে। সেই দিন আর বেশি দূরে নয়। ইসলামী
আন্দোলনের হাতে এই সমাজ ইসলামী রাষ্ট্রের পরিনত হবে।
জাতবেজাত কারো দুঃখ থাকবে না সেদিন।
এই সমাজে জেগে উঠুক শত হাজার
প্রিয় নেতা এটিএম হেমায়েত উদ্দীন।
সবার প্রিয়মুখ এটিএম হেমায়ত উদ্দীন সময়ের জাগ্রত রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র যুগ্ন মহাসচিব ছিলেন, তিনার এই ক্ষণস্থায়ী জীবনের বেশিরভাগ সময় ব্যয় করেছেন ইসলাম প্রতিষ্ঠার কাজে, এই মহতী নেতা আজ আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেলেন সবাই কে কাঁদিয়ে!
আমি আমির বিন সুলতান “হিলফুল ফুযুল সাহিত্য কানন (হিফুসাকা) পরিবারের পক্ষ থেকে
প্রিয় নেতা মরহুমের আত্মার মাগফিরাত ও জান্নাতের সহস্রমর্যাদীয় বালাখানা নসীব কামনা করি। এবং তার পরিবার আহালের প্রতি সমবেদনা জানাচ্ছি।
শোকাহত:
আমির বিন সুলতান
প্রতিষ্ঠাতা সভাপতিঃহিলফুল ফুযুল সাহিত্য কানন (হিফুসাকা)