শিরোনাম

অনৈতিক সরকারের মেয়াদ যত দীর্ঘায়িত হবে, রাষ্ট্রকাঠামো ততই দুর্বল হয়ে যাবে : গাজী আতাউর রহমান

 

দেশে একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে। নিত্য নতুন ইস্যু তৈরী হয়ে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু চাপা পড়ে যাচ্ছে। সম্প্রতি যুবলীগের টেন্ডার বাণিজ্য ও কেসিনো সাম্রাজ্য নিয়ে আলোচনা যখন তুঙ্গে তখন আমরা ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী সাত দফা অসম চুক্তিতে আবদ্ধ হলাম।

দেশের স্বার্থে কথা বলতে গিয়ে ছাত্রলীগ কর্তৃক বুয়েটের মেধাবী ছাত্র আবরার খুন হলেন।

ভারতের সঙ্গে দেশবিরোধী চুক্তি বাতিল এবং আবরার খুনের বিচারের দাবিতে সারা দেশে যখন আন্দোলন তুঙ্গে, তখন ভোলার বোরহানউদ্দিনে সৃষ্টি হলো নতুন ইস্যু।

ফেসবুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং মহানবীর স. বিরুদ্ধে চরম কটুক্তির প্রতিবাদে আয়োজিত তৌহিদী জনতার সমাবেশে পুলিশ নির্বিচারে গুলি চালালো। এতে বেশ কয়েকজন ঘটনাস্থলেই শাহাদাত বরন করলেন। আহত হল দুই শতাধিক মানুষ।

এরই মাঝে চাপা পড়ে গেল একজন মহিলা এমপির চরম কেলেঙ্কারির ঘটনা।

নরসিংদী গাজীপুর এর সংরক্ষিত মহিলা এমপি তামান্না নুসরাত বুবলী জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে নিজের পরীক্ষা অন্যকে দিয়ে প্রক্সি দিয়েছেন।

তিনি যে প্রতারণা ও জালিয়াতি করেছেন তা একটি ফৌজদারি অপরাধ। যে কারণে এমপি বুবলি এবং যারা তার পক্ষে পরীক্ষা দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হওয়ার কথা এবং আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে গ্রেপ্তার করার কথা।

কিন্তু এর কোনটাই হয়নি, কর্তৃপক্ষ শুধু তার পরীক্ষা বাতিল করেছে।
তিনি তো পরীক্ষায় নকল করেননি যে, তার শুধু পরীক্ষা বাতিল হবে। বরং তিনি যে অপরাধ করেছেন, সে অপরাধ অন্য যে কোন ছাত্র ছাত্রী করলে, তাকে সাথে সাথে গ্রেফতার করা হতো।

দেশের আইন পরিষদের একজন সদস্য হয়ে সরাসরি আইন লঙ্ঘন করার পরেও তার ব্যাপারে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি।
আসলে বুবলি যেমন নিজে পরীক্ষায় অংশগ্রহণ না করেই সার্টিফিকেট পেতে চেয়েছিলেন, তেমনি বর্তমান আইন পরিষদ বা পার্লামেন্টও জনগণের ভোট ছাড়াই গঠিত হয়েছে। যে কারণে বুবলির মত এমন একটি জঘন্য অনৈতিক কর্মকাণ্ডের পরও তার ব্যাপারে সংসদ প্রধান কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেননি।

মূলত সরকার যেহেতু একটি অনৈতিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত হয়েছে, সে কারণে রাষ্ট্রের কোথাও তাদের প্রকৃত নিয়ন্ত্রণ নেই।

অতএব, বর্তমান অনৈতিক সরকারের মেয়াদ যত দীর্ঘায়িত হবে, আমাদের রাষ্ট্রকাঠামো ততই দুর্বল হয়ে যাবে।

নিউজটি শেয়ার করুন :