শিরোনাম

অন্ধকারে আলো জ্বালানো এক অমর জীবনের গল্প -বেলাল হোসাইন তালুকদার।

চারদিকে ভুতুড়ে অন্ধকার, অনেক সুন্দর সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করার মতো অসংখ্য হুতুমপেঁচার ডাকাডাকি। উপরে শকুনের উড়াউড়ি পরিলক্ষিত হচ্ছে।

অন্ধকার দূর করতে আলো জ্বালানোর মতো খুব সাহসী এবং বুদ্ধিমান কেউই এগিয়ে আসছেন না, হুতুমপেঁচা দৌড়াতে কেউ হাঁকডাক দিচ্ছে না, খুব ভয়াবহ শকুনের উড়াউড়ি দেখেও প্রতিরোধকারী কোনো সাহসী মানুষ দেখা যাচ্ছে না।

অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে, অন্ধকার আরও বেশি ভয়ানকভাবে ঘনীভূত হয়ে আসছে। বাগানে হুতুমপেঁচা বাচ্চা ফোটাচ্ছে। এক শকুনের পাশেই আরও অনেক শকুনের আনাগোনা দেখা যাচ্ছে।

শান্তিপ্রিয় তাওহীদি জনসাধারণ ভীতসন্ত্রস্ত হয়ে পড়ছে। অন্ধকারে আলো জ্বালিয়ে কোনোরকম জীবনযাপন করার মতো কিছুই নেই। ভয় আরও অনেক বেড়ে যাচ্ছে।

এমতাবস্থায় একজন সাহসী এবং বুদ্ধিমান ব্যাক্তি আসলেন, আলো জ্বালালেন, দূরদূরান্তর থেকে অনেক মানুষ আলোর কাছাকাছি চলে আসলেন, সবার মনে সাহস এলো। আলো নিয়ে সকলেই চারপাশে ছড়িয়ে-ছিটিয়ে পরলো। অন্ধকার দূর হতে থাকলো। আলোর কাছাকাছি পাশাপাশি ধীরে ধীরে আরও অসংখ্য মানুষের ভীড় হলো। সকলেই আলো জ্বালানো প্রথম মানুষটাকে পুরো অভিভাবক বানিয়ে সর্বত্র আলো জ্বালানোর এক মহা প্রতিযোগিতায় নেমে পরলো। এক সময় সব অন্ধকার দূর হতে থাকলো।

হুতুমপেঁচারা পালাতে শুরু করলো। হুতুমপেঁচাদের বাচ্চাগুলো ডাকাডাকি বন্ধ করে বাঁচার চেষ্টায় ভীতসন্ত্রস্ত হয়ে পরলো। শকুনদেরও একই অবস্থা। উড়াউড়িতেও বাধা শুরু হলো। খুব সুন্দর সুশৃঙ্খল পরিবেশ তৈরি হতে থাকলো।

শান্তিপ্রিয় জনসাধারণের ঐক্য তৈরি হলো প্রথমে সাহস নিয়ে এগিয়ে আসা বুদ্ধিমান মানুষটির নেতৃত্বে। সকলেই প্রতিজ্ঞাবদ্ধ হলো যে, সবখানেই আমরা আলো জ্বালাবো। সকল অন্ধকার দূর করবো। হুতুমপেঁচাদের বাসাবাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দিবো। এমন অবস্থা দেখে শকুনেরাও দেশ ছেড়ে পালিয়ে যাবে।

এতোক্ষণ আমি যেই অমর জীবনের গল্প বলেছি, সেই অমর জীবনের নাম হলো মাওলানা সৈয়দ মুহাম্মদ ফজলুল করীম পীর সাহেব চরমোনাই রহঃ। সত্যিই তিনি ছিলেন জাহেলিয়াতের ভয়ানক অন্ধকার দূর করতে আলো জ্বালানো এক মহান সাহসী এবং বুদ্ধিমান মানুষ। তিনি আমাদের মাঝে বেঁচে নেই। কিন্তু তার কর্মময় জীবনের সব পরিকল্পনাধীন মিশন আমাদের মাঝে রয়েছে। তিনি তার কর্মময় জীবনের মধ্য দিয়ে অমর হয়ে আছেন এবং থাকবেন। আল্লাহ তায়ালা প্রিয় সেই মানুষটিকে জান্নাতুল ফেরদৌসের সুউচ্চ মাকাম দান করুন।

নিউজটি শেয়ার করুন :