শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ গতকাল (২ নভেম্বর-২০১৯) শনিবার, বিকাল ৩টায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খুলনা মহানগর সভাপতি মুফতী গোলামুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী আব্দুল্লাহ ইয়াহইয়া এর পরিচালনায় খুলনা প্রেসক্লাব মিলানায়তনে “আদর্শ সমাজ বিনির্মানে ওলামায়ে কেরামের ভূমিকা শীর্ষক সেমিনার” অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মোঃ ফয়জুল করীম।
তিনি বলেন ওলামায়ে কেরাম হলেন জাতীর শ্রেষ্ঠ সন্তান। আপনারা হলেন দেশের আদর্শ নাগরিক। আপনারা যেমনিভাবে মসজিদে ইমামতি করছেন তেমনিভাবে দেশ ও জাতীর ইমামতি করতে হবে। জাতীকে নেতৃত্ব দিতে হবে, অন্যায় ও অসত্যের বিরুদ্ধে জাতীকে ঐক্যবদ্ধ করতে হবে। অসহায় মজলুম মানুষের পাশে দাড়াতে হবে। তিনি আরও বলেন, আসুন আমরা পরস্পর ঐক্যবদ্ধ হয়ে ইসলাম ও ইসলামী সমাজ প্রতিষ্ঠায় কাজ করি।
সেমিনারে আরও বক্তব্য রাখেন খাদিমুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শেখ আব্দুল্লাহ, দারুল উলুম মাদ্রাসার মুহাদ্দিছ মাওলানা নাসির উদ্দিন কাসেমী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সদস্য মাওঃ লোকমান হোসেন জাফরী, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ ইমরান, মুফতী মাহবুবুর রহমান, মুফতী মুমতাজুল করীম, মাওলানা শেখ হাসান ওবায়দুল করীম, মাওলানা শেখ নাসির উদ্দিন, মুফতী মানজুর আহমাদ, মুফতী ফালাহ উদ্দিন, মুফতী মাশহুদুর রহমান, মাওলানা আরিফ বিল্লাহ, মুফতী আলী আহমাদ, মুফতী জাকির হুসাইন, মুফতী জাকির আশরাফ, মুফতী রবিউল ইসলাম রাফে, মুফতী ইমরান হুসাইন, মাওলানা আবুল হাসান, মুফতী আমানুল্লাহ মাদানী, মুফতী আব্দুর রহমান মিয়াজী, মাওলানা আনওয়ারুল আজম, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ফরিদ উদ্দিন আজহার, মুফতী জুনাইদ আহমাদ, মুফতী ইলিয়াস মানজুরী, মুফতী শেখ আমীরুল ইসলাম, মুফতী ইসহাক ফরিদী, মাওলানা নাসির উদ্দিন আহসান, মুফতী খালিদ সাইফুল্লাহ, মাওলানা জুনাইদ মাহমুদ, মুফতী রাকিব উদ্দিন, মুফতী আব্দুল্লাহ, মুফতী হুমায়ুন কবীর, সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা নাজমুল হাসান, আব্দুল্লাহ আল নোমান, হাফেজ খালিদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুস সালাম জায়েফ প্রমুখ নেতৃবৃন্দ।