এম.এস আরমান:
মহান বিজয় দিবস উপলক্ষে নোয়াখালীর কোম্পানীগঞ্জে অফুরন্ত গ্রুপ ৫ম বছরে পদার্পণকরে “অফুরন্ত কথা” ম্যাগাজিনের ৯ম সংখ্যার মোড়ক উন্মচন ও অফুরন্ত ব্লাড ব্যাংক ক্যাম্পেন উদ্ভোধন করাহয় ১৬ই ডিসেম্বর’১৯ রোজ সোমবার।
উক্ত অফুরন্ত কথা ম্যাগাজিনের মোড়ক উন্মেচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা ৫ নং ওয়ার্ড কমিশনার জনাব হারুন অর রশিদ সাহেদ।
আরো উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা ৯ নং ওয়ার্ড কমিশনার জনাব মুহা. সিদ্দিক,
পৌরসভা ৬ নং ওয়ার্ড কমিশনার আনোয়ারুল ইসলাম শিমুল চৌধুরী, রংমালা ই,এক্স ইস্টুডেন্ট ফোরাম এর সভাপতি মুহা. সাহেদ খোকন ও অফুরন্ত ব্লাড ব্যাংক এর পরিচালক ও নেতৃৃৃবৃন্দ।
ম্যাগাজিনের উপদেষ্টা পরিষদে রয়েছে জনাব বসুরহাট পৌর মেয়র জনাব আব্দুল কাদের মির্জা,কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দান,ডাঃ শওকত আল ইমরান ইমরোজ,জনাব লুৎফুর রহমান মিন্টু
দেলোয়ার হোসেন ফরহাদ, সম্পাদক পরিষদে রয়েছে মানবাধীকার কর্মি জনাব বেলায়েত হোসেন বেলাল ও ওমর ফারুক নোয়া।
বিজয় দিবস উপলক্ষে অফুরন্ত ব্লাড ব্যাংক মাস ব্যাপি ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় সহ বিভিন্ন সামাজিক কার্যক্রমের আয়োজন করেছে।