নিজস্ব প্রতিবেদক: প্রিয়া সাহার নালিশ এটি একটি আন্তর্জাতিক চক্রান্ত, এ চক্রান্তের সাথে ইসরাইল এবং ভারতের হাত রয়েছে। স্বাধীনতার পর থেকে এ দেশের সংখ্যালঘুরা কখনই নির্যাতিত হয়নি, ধর্মীয় দাঙ্গা হয়নি, গুম হয়নি, অথচ পাশের রাষ্ট্র ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর দাঙ্গা হাঙ্গামা চলছে, জয় শ্রী রাম না বললে মুসলমানদেকে হত্যা করা হচ্ছে, গাছের সাথে বেঁধে পিটাচ্ছে, তার পরও ভারতের মুসলমানদের দেশ প্রেম দেখলে আমরা অবাক হই, এত পরিমাণ দেশ প্রেম তাদের মধ্যে।
কিন্তু বাংলাদেশের হিন্দুরা নির্যাতিত না হয়েও আজ আমেরিকার প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্পের কাছে বিচার দিচ্ছে। এতে আমরা দেশের সার্বভৌমত্ব নিয়ে গভীর চক্রান্তের গন্ধ পাচ্ছি। শেখ হাসিনার উচিৎ প্রিয়া সাহাকে দেশে এনে রিমান্ডে দিয়ে এ চক্রান্তের আসল হোতাদের বের করা এবং প্রিয়া সাহাকে ফাঁসি দিয়ে দেশ দ্রোহীতার বিচার করা।
আজ (২৭ জুলাই ১৯ইং) শনিবার, বিকাল ৩টায় চট্টগ্রাম ওয়াসাস্থ জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে ভারতে মুসলিম নির্যাতন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র এবং ইসকনের সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে প্রতিবাদ সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, পীরে কামেল চরমোনাই এসব কথা বলেন।
নগর ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের ভারপ্রাপ্ত সেক্রেটারী ডাঃ রেজাউল করীম রেজা, নগর সাংগঠনিক সম্পাদক, মাওলানা সানাউল্লাহ নূরী, ইসলামী শ্রমিক আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি শ্রমিক নেতা ওয়ায়েজ হোসাইন ভূইয়া, জাতীয় ওলামা মাশায়েখ নেতা মাওলনা মনসুরুল হক জিহাদী, জাতীয় ওলামা মাশায়েক চট্টগ্রাম মহানগরের সেক্রেটারী মাওলানা আমজাদ হোসাইন, নগর শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক আলহাজ্ব ডা. ফরিদ খান, ইসলামী যুব আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম শাহীন, নগর সহ প্রচার সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ রিদোয়ানুল হক শামসী, শ্রমিক নেতা ইবরাহীম খলিল, মুফতী ইবরাহীম আনোয়ারী, মাওলানা কামাল উদ্দিন সাকী, দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী, সেক্রেটারী মাওলানা জসিম উদ্দিন, চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি মাওলানা সোলতানুল ইসলাম ভূইয়া, চট্টগ্রাম উত্তর জেলা নেতা ফোরকান সিকদার প্রমুখ।
নেতৃবৃন্দ আরো বলেন, হিন্দুদের দেব-দেবীর নামে উৎসর্গকৃত প্রসাদ মুসলমানের সন্তানদেরকে খাওয়ানো কোন মুসলিম মেনে নিবেনা। চট্টগ্রামে ইসকনের আষ্ফালন বরদাশত করা হবেনা। অবিলম্বে উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধ করতে হবে।