ইচ্ছে ছিল একবার
স্বচক্ষে দেখবার
প্যারিসে অবস্থিত সেই
আইফেল টাওয়ার,
লৌহনির্মিত আকাশছোঁয়া
সহস্রফুট অধিক উচ্চতার
বয়স ও হয়েছে যার
শতাধিক পার,
শেইন নদীর তীরে
আছে মাথা তুলে দাড়িয়ে
নীচ থেকে তাকালে হয়তো মনে হবে
নীলাকাশ ভেদ করে গেছে বুঝি আরো উপরে?
আমার শুধু ইচ্ছে ছিল একবার
স্বচক্ষে দেখতে সেই আইফেল টাওয়ার।
নিউজটি শেয়ার করুন :