শিরোনাম

আখেরী মুনাজাতের মধ্যদিয়ে শেষ হলো কোম্পানীগঞ্জের তিনদিন ব্যাপী মাহফিল

 

এম.এস আরমান,নোয়াখালী:তকাল (১০ ডিসেম্বর’১৯) রোজ মঙ্গলবার বাংলাদেশ মুজাহিদ কমিটি নোয়াখালী (দক্ষিণ) জেলার উদ্যোগে ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় কোম্পানীগঞ্জ উপজেলায় সরকারি মুজিব কলেজ মাঠে ৭, ৮ ও ৯ ডিসেম্বরের ৩ দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে বাদ ফযর আখেরী বয়ান ও আখেরী মুনাজাত করেন আমীরুল মুজাহিদীন আল্লামা মুফতি সৈয়দ মুহা. রেজাউল করীম পীর সাহেব চরমোনাই।

তিনি বলেন কবর হাশরে রক্ষা পেতে হলে বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা লাগবে,জিকির মানে হচ্ছে আল্লাহকে স্বরণ করা, যেই ভাষায় হোক যেই ভাবেই হোকনাকোন আল্লাহকে স্বরণ করাই হচ্ছে জিকির, বর্তমানে এক শ্রেণির মানুষ জিকিরের বিরুধীতা করে থাকেন তারা আল্লাহর জিকির বাদ দিয়ে শয়তানের জিকির চালু করতে চায় তাই আল্লাহর জিকিরের বিরুধিতা করে।

তিনি আরো বলেন পৃথিবীতে অনেক রকমের ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মের একজন সৃষ্টি কর্তা রয়েছে, প্রত্যেক সৃষ্টিকর্তার নামের প্রথম শব্দটি বাদ দিয়ে বাকি অংশটুকু পড়লে তার অর্থ পরিবর্তন হয়ে যায় এবং সৃষ্টিকর্তার সম্মান ও নষ্ট হয়ে যায় কিন্তু ইসলাম ধর্মের আল্লাহ নামের প্রথম শব্দটি আলিফ বাদ দিলেও অর্থের বিক্রিতি হয়না এবং সম্মান ও নষ্ট হয় না।

কোম্পানীগঞ্জের তিনদিন ব্যাপী মাহফিলের আখেরী দিনের আখেরী মুনাজাতে অংশিদার হতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন বাদ ফযর শত শত মোসলমান, আখেরী মুনাজাতে দেশ ও মোসলমানদের জন্য দোয়ার পাশাপাশি এই কোম্পানীগঞ্জের সর্বস্তরের মোসলমান সহ মাহফিল আয়োজক সহ মাহফিলের কাজে সহযোগিতা কারিদের জন্যেও বিশেষভাবে দোয়ার মাধ্যমে শেষ করা হয় কোম্পানীগঞ্জের ঐতিহাসিক চরমোনাই মাহফিলের নমুনায় তিনদিন ব্যাপী ওয়াজ মাহফিল।
দোয়া শেষে পীর সাহেব চরমোনাইর সাথে দেখা ও দোয়া নিতে হাজার হাজার মানুষ হুমড়িখেয়ে পড়তে দেখা যায়।

নিউজটি শেয়ার করুন :