নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা শাখার উদ্যোগে আগামীকাল ২৪ জানুয়ারী-২০, বিকাল ৩ টায় বিশ্বরোর্ড, নিমতলা (৭ সাত তলা ভবন) মসজিদ তলায় তারবিয়াত অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি থাকবেন ও তারবিয়াত দিবেন ইসলামী আন্দোলন’র কেন্দ্রীয় যুগ্নমহাসচিব অধ্যক্ষ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি থাকবেন, ইসলামী আন্দোলন নগর নেতা, আলহাজ্ব মো: জান্নাতুল ইসলাম, সেক্রেটারী আলহাজ্ব মো: আল ইকবাল।
প্রধান বক্তা মো: ডা. রেজাউল করীম (রেজা)।
সভাপতিত্ব করবেন, মো: হারুন অর রশীদ, সভাপতি ইসলামী আন্দোলন বন্দর থানা শাখা।
সঞ্চলনায়: মো: রফিকুল ইসলাম (মাসুদ) সেক্রেটারী বন্দর থানা শাখা।
নিউজটি শেয়ার করুন :