আ.স.ম. আবু তালেব, ঢাকা বিশেষ প্রতিনিধিঃ
আগামী ১০ ফেব্রুয়ারি সোমবার লৌহজংয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফজলুল উলুম কিরাতুল কুরআন বহুমূখী মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে এক বিশাল ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন আলহাজ্ব হযরত হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, পীর সাহেব খুলনা। প্রধান বক্তা হিসেবে মূল্যবান নসীহত পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তুখোড় বক্তা আলহাজ্ব হযরত মাওলানা ডাঃ মুহাম্মদ সিরাজুল উলুম সিরাজী, নও মুসলিম, নলছিটি।
বিশেষ বক্তা হিসেবে মূল্যবান নসীহত পেশ করবেন আলহাজ্ব হযরত মাওলানা সরোয়ার হুসাইন, লেখক, গবেষক মেশকাত শরীফ বাংলা অনুবাদক, ইসলামিক ফাউন্ডেশন। দেশ বরেণ্য আলেম ওলামা তাসরীফ আনবেন। জিকির পরিচালনা করবেন লৌহজং উপজেলা শাখা মুজাহিদ কমিটির সম্মানিত সদর হাফেজ মাওলানা মুফতী আসাদুজ্জান বিক্রমপুরী।
সভাপতিত্ব করবেন আলহাজ্ব মুহাম্মদ লুৎফর রহমান তালুকদার, চেয়ারম্যান, কুমার ভোগ ইউনিয়ন পরিষদ।
মাদ্রাসার কর্তৃপক্ষ ধর্মপ্রাণ সকল মুসলমানদের উক্ত ওয়াজ মাহফিলে আসার জন্য আহ্বান জানিয়েছেন।