আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমী ও মহাসচিব শায়েখ আলী হাসান উসামা
ঢাকা ১ জুন’২৪
আজমতে সাহাবা বাংলাদেশ নামে সাহাবাপ্রেমীদের অরাজনৈতিক সংগঠন এর আত্মপ্রকাশ। এ উপলক্ষে আজ (১ জুন) পুরানা পল্টন্থ ইকোনোমিক রিপোর্টার্স মিলনায়তনে আল্লামা খুরশিদ আলম কাসেমীর সভাপতিত্বে উলামা মাশায়েখ মতবিবিনময় অনুষ্ঠিত হয়।
মাওলানা আবু সাঈদ নোমান ও মাওলানা আজিজুর রহমান হেলালের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন জামিআ রাহমানিয়া আজিজীয়ার প্রধান মুফতি আল্লামা হিফজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ময়মনসিংহ বালিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওয়ায়েজ উদ্দীন, মুফতি আমিনী রহ. এর জামাতা মাওলানা মুহাম্মদ জুবায়ের, মাওলানা জসিম উদ্দীন। স্বাগত বক্তব্য ও ঘোষণা পত্র পাঠ করেন শায়েখ আলী হাসান উসামা। বক্তব্য রাখেন মাওলানা হাবীবুর রহমান মিয়াজী গাজীপুর, মাওলানা ইয়াসিন আরাফাত নোয়াখালী, মুহিব্বুল্লাহ রুসাঈদ ময়মনসিংহ, মাওলানা উবায়দুল্লাহ মাদানী, মাওলানা মুহসিন উদ্দীন বেলালী, মাওলানা ছানাউল্লাহ আমিনী, মাওলানা যোবায়ের হোসেন আনসারী কুমিল্লা, মাওলানা আবু ইউসুফ মুন্সী কুমিল্লা, মাওলানা মঞ্জুরুল হসান নাদিম লক্ষীপুর, মাওলানা বেলাল বিন আলী ঢাকা ।
মাওলানা মোশাররফ হোসাইন, মাওলানা আরিফ নরসিংদী, মাওলানা জুবায়ের কুড়িগ্রাম, মাওলানা উবায়দুল্লাহ রফিক কক্সবাজার, মওলানা নাসির বিন নুর হবিগঞ্জ, খুবায়েব বিন আব্দুল কাইয়ূম নেত্রকোনা, মতবিনিময় সভায় বিশিষ্ট উলামায়ে কেরাম মতামত ও পরামর্শ দেন এবং সকল মত প্রার্থক্য ভূলে ঐক্যবদ্ধভাবে সাহাবাদের ইজ্জত রক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান।
মতবিবিনময় সভায় আজমতে সাহাবা বংলাদেশের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের আংশিক ও নির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা পরিষদের প্রধান শায়খুল হাদীস আল্লামা মুফতি হিফজুর রহমান। ঘোষিত কেন্দ্রীয় কমিটি হচ্ছে- আমীর আল্লামা খুরশিদ আলম কাসেমী,নায়েবে আমীর মুফতি শরাফাত হোসেন, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা রোজাউল করীম আবরার, মাওলানা ইসহাক মামুন, মাওলানা আব্দুল জাব্বার, মাওলানা মাহফুজুর রহমান, মাওলানা রুহুল আমীন জিহাদী, মহাসচিব শায়খ আলী হাসান উসামা, সিনিয়র যুগ্মম মহাসচিব মাওলানা আবু সাঈদ নোমান, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুর রহমান হেলাল, মাওলানা ফয়সাল আহমেদ, মাওলানা তানভীর সিদ্দিকী, মুফতি ওযায়ের আমীন ।সাংগঠনিক সম্পাদক মাওলানা হেদায়াতুল্লাহ হাদী, মাওলানা হারুনুর রশীদ ভুইয়া, মুফতি আব্দুল আজিজ গাজী, মাওলানা যোবায়ের রহমানী, মাওলানা শেখ আবু হানীফ, মুফতি আরাফাত হোসাইন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, বায়তুলমাল সম্পাদক মুফতি তালাহা বিন শহীদ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা শরীফুজ্জামান জসীম, অফিস সম্পাদক মাওলানা মাহমুদ বিন খুরশীদ, নির্বাহী সদস্য হাফেজ মুহাম্মদ হাতেম আলী, মুহাম্মদ এনামুল হাসান ফারুকী, মাওলানা মুমিনুল হক চৌধুরী, মাওলানা সানাউল্লাহ খান, মাওলানা আশরাফ মাহদী, মাওলানা আতাউল্লাহ হোসাইনী. মাওলানা আমানুল্লাহ রায়পুরী। মতবিনিময় সভায় আগামী ৩ আগস্ট ঢাকায় জাতীয় আজমতে সাহাবা কনফারেন্স এর ঘোষণা দেওয়া হয়।