আজানের মধুর ধ্বনিতে
পালায় হিংস্র দানব,
দুর হয়ে যায় মহামারী
বেজার শয়তানরুপি মানব।
জন্মে আজান বাঁচতে আজান
আজান আল্লাহর ডাক,
আজান শুনে ভয়ে কাঁপে
বনের হিংস্র বাঘ।
আজান দিয়ে করলো জয়
খাজা মইনুদ্দীন হিন্ধুস্থান,
আজানের শব্দে ভেঙ্গে চুরমার
গৌড় গৌবিন্ধের রাজস্থান।
ঘোষিত হয় মধুর আজানে
মহান আল্লাহর স্রেষ্টত্ব,
লড়ে যায় বীর পুরুষ
প্রচার করে তার মহত্ত্ব।
নিউজটি শেয়ার করুন :