এম,লুৎফর রহমান, বিশেষ প্রতিনিধি: আজ (৫ অক্টোবর’২০১৯) শনিবার শুরু হচ্ছে হিন্দুধর্মের সব থেকে বড় উৎসব দূর্গাপূজা, দূর্গাপূজাকে কেন্দ্র করে ঝালকাঠি জেলায় সকল মন্দিরে সাজ সাজ রব।
জেলার প্রায় প্রত্যেকটি ইউনিয়নে রয়েছে ছোট বড় মন্দির। সকল মন্দিরে রয়েছে নিরাপত্তার ব্যাবস্থা নিরাপত্তার দায়িত্বে রয়েছে পুলিশ ও আনছার বাহিনি, টহলে থাকবে ডিবি, ও র্যাব সহ পুলিসের অতিরিক্ত টিম।
মন্দির এরিয়ায় ১/২ কিলোমিটার রাস্তায় করা হয়েছে আলোক সজ্জা, এবং দৃষ্টি নন্দন গেট। এই পুজা উৎসব চলবে ৮ তারিখ মঙ্গলবার পর্যন্ত, মঙ্গলবার দশরা করে রাতে মুর্তি বিসর্জন দার মাধ্য দূর্গাপূজার সমাপ্তি ঘটবে। পূজাকে কেন্দ্রকরে প্রায় সকল মন্দিরেই বিভিন্ন ধরনের খেলা নাচগানের আয়োজন করা হবে।
নিউজটি শেয়ার করুন :