শিরোনাম

আপনার দ্বারা এটাও কি সম্ভব! মুফতি রিজওয়ান রফিকী

ওলামা কন্ঠ ডেস্ক: আজ ভোলা বোরহানুদ্দীনে আমার প্রোগ্রাম। লঞ্চের আরামদায়ক সফর থেকে বঞ্চিত না হতে সকাল ৮ টায় গ্রীনলাইনে রওনা হলাম বরিশাল হয়ে ভোলা যাবার নিয়তে। দীর্ঘদিনের একটি ইচ্ছা ছিল চরমোনাইর মাহফিলে যাওয়া। লঞ্চটি চরমোনাই আসতেই কেবিনে এসে বলে গেল হুজুর! চরমোনাই নামবেন? সুযোগটি পেয়ে হাত ছাড়া করলাম না। এমনিতে ভেবেছিলাম বরিশাল নেমে চরমোনাই ঘুরে ভোলা যাবো। কষ্টটা আসানির সাথে সম্পন্ন হলো।আলহামদুলিল্লাহ।

চরমোনাই নেমেই মসজিদে জোহরের সালাত আদায় করে নায়েবে আমির মুফতী ফয়জুল করিম দাঃবাঃ এর খাদেম আবু বকর ভাইকে ফোন করে হযরতের সাথে মোলাকাতের আগ্রহ পেশ করলাম। তিনি বললেন ‘আপনি কোরআন শিক্ষা বোর্ডের অফিসে আসেন’। গিয়ে জানতে পারলাম হযরতের খুব ব্যস্ততা আছে, উনি কোথাও বের হবেন।

তৃতীয় তলায় উঠেই মুহতারাম নূরুল হুদা ফয়েজী সাহেব আমাকে দেখেই কাছে টেনে নিয়ে সবার কাছে পরিচয় বলতে লাগলেন। হুজুরের আন্তরিকতা ও আমার প্রতি ভালোবাসায় বিমুগ্ধ আমি। কিভাবে সাক্ষাত করাবেন,কিভাবে দুপুরের খাবার খাওয়াবেন এগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন।

অবশেষে একজনকে মুফতী সাহেবের হালাত জানতে পাঠানো হলো। আমাকে রেষ্টের জন্য এক রুমে কয়েকজন নিয়ে গেলেন। ইতিমধ্যে ফয়েজী সাহেবের সাথে খানার জন্য নিয়ে গেলেন।

খানার শেষ দিকে হঠাৎ পেছন থেকে মুফতী ফয়জুল করিম দাঃবাঃ এসে জোরে আওয়াজ দিয়ে ডেকে উঠলেন ‘আরে রফিকী সাব! আমার খুব ব্যস্ততা থাকায় চলে যেতে হবে এখনই। তাই আপনার সাথে দেখা করতে এলাম।’

কি বলবো তখন ভেবে পাচ্ছিলাম না। এত বড় মাপের একজন মানুষ আমার মত নগন্য একজন ছাত্র তূল্য মানুষের জন্য নিজে কষ্ট করে আসলেন দেখা করতে। একজন দ্বীনি রাহবারের থেকে এরচে বেশী কিছু হতে পারে বলে আমার জানা নেই।

আমাকে যখন এক মাস আগে ডিবিতে তুলে নেয়, তখনও তিনি আমার জন্য যা করেছেন তা আমি ভুলব না। ডিবি অফিস থেকে বের হবার পর হযরতের খাদেমের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলেছিলেন ‘রফিকী সাব! আপনার জন্য মনটা ছটফট করছিলো। যখন খবর পেলাম আপনি ডিবির হেফাযতে আছেন, তখন কিছুটা স্বস্তি ফিরে পেলাম যে আছে তো। অনেক দোয়া করেছি আপনার জন্য।’

আজ আমার বড় আজ ইচ্ছা ছিল যে, হেযবুত তওহীদ ও মানিকগঞ্জ পীরের ব্যাপারে হযরতের সাথে কিছু সংক্ষেপে আলোচনা করার। কিন্তু হযরতের ব্যস্ততায় সম্ভব না হলেও তিনি পরে নিরিবিলি কথা বলবেন বলে আশ্বস্ত করলেন। আসলে বড়দের এ উদার মানোসিকতা আমাদের অনুপ্রাণিত করে।

আজকের চরমোনাইর সফরে তাঁদের আন্তরিকতা ও ভালোবাসায় সিক্ত হলাম। ভালো ধাকুক কাফেলা। আল্লাহ তা’য়ালা সকল আহলে হককে এক ও নেক করে দিন।আমিন ইয়া রব!

নিউজটি শেয়ার করুন :