আব্দুল্লাহ মাসউদ, নোয়াখালী: আজ (৮ অক্টোবর১৯) রোজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় মাইজদী প্রেসক্লাব এর সামনে আবরার হত্যার প্রতিবাদে সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন পরিচালনা কমিটির আহবায়ক আব্দুজ জাহের তার বক্তব্যে বলেন, “মানুষ হিসেবে প্রত্যেকের ভিন্ন মত থাকেই পারে, তাই বলে বুয়েট মেধাবী ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করা কোনো মানুষের কাজ হতে পারেনা, আমাদের ভিন্ন মতের অধিকার অবশ্যই আছে ছাত্রলীগ আবারকে জিজ্ঞেসাবাদ করার কে? দেশেকি প্রশাসন নেই, দেশে কি আইন নেই?”
তিনি আরো বলেন, শিক্ষাঙ্গনে এমন সন্ত্রাস বসবাস করলে লক্ষ লক্ষ ছাত্রদের জীবন হুমকির হয়ে দাড়াবে। অবিলম্বে আবরার হত্যার সঙ্গে জড়িত সকল সন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান আব্দুজ জাহের।
উক্ত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে আরো যারা উপস্থিত ছিলেন সদস্য জিয়াউল হক, মো: ফয়সাল, মুহা.হাবিবুর রহমান, নাহিদুর রহমান, আব্দুল করিম, সারোয়ার হোসেন শুভসহ প্রমূখ ছাত্রবৃন্দ।