শিরোনাম

আবরার হত্যার প্রতিবাদে নোয়াখালীতে ইশা ছাত্র আন্দোলন’র মিছিলে পুলিশের বাধা

 

এম.এস আরমান, নোয়াখালী: বুয়েটের মেধাবী ছাত্র আবরারকে হত্যাকারী খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবীতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় কর্মসূচির আলোকে দেশব্যাপি বিক্ষোভ মিছিলের অংশ হিসেবে আজ (১০ অঅক্টোবর১৯) রোজ ববৃহস্পতিবার নোয়াখালী জেলা দক্ষিণ এর আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা ও লক্ষীপুরে আয়োজিত বিক্ষোভ মিছিলে পুলিশি বাধা এবং লক্ষীপুর জেলা প্রশিক্ষণ সম্পাদক সহ ৪ জন নেতা কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা জানান ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা নেতৃবৃন্দ।

আজ এক যৌথ বিবৃতিতে জেলা সভাপতি ও জেলা সাধারণ সম্পাদক বলেন ইশা ছাত্র আন্দোলন সর্বদা শান্তিপূর্ন কর্মসূচী পালন করে থাকেন, এ যাবত দীর্ঘ ২৮ বছর তাদের কর্মসূচীতে কোন বিশৃঙ্খলা সংঘটিত হওয়ার ইতিহাস নেই। তা সত্বেও প্রশাসন আজ ইশা ছাত্র আন্দোলন এর শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা ও গ্রেফতারের মাধ্যমে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে। স্বাধীনতা পূর্ব যেমন মুক্তিকামী জনতার দাবী দাওয়া ও মিছিল মিটিং পাকিস্তানিরা বাধা ও গ্রেফতারের মত ঘৃন্য কাজ করেছে। আজও প্রশাসন সে পথে হাটছে।

নেতৃবৃন্দ আরো বলেন, তারা আবরার হত্যার আসামীদের বিচার নিয়ে সন্দিহান প্রকাশ করেছেন।

তারা বলেন, আমাদের ভয় আবরারের খুনিরা ঢাবির আবুবকর, জাবির, জুবায়ের, চমেক, নাদিম ও বিশ্বজিৎ এর খুনিদের মত পার পেয়ে যেতে পারে। তাই আবরারের খুনিদের দ্রুত বিচারের আওতায় আনার বিশেষ অনুরোধ জানান নেতৃবৃন্দগণ।

নিউজটি শেয়ার করুন :