শিরোনাম
ছবি: সংগ্রেহিত

আমরা করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি -প্রধানমন্ত্রী

ওলামা কণ্ঠ ডেস্ক: শেখ হাসিনা আজ মঙ্গলবার ২০ জুলাই’২০২১ এক ভিডিও বার্তায় দেশবাসীসহ প্রবাসীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। ভিডিও বার্তাটি বাংলাদেশ টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে সম্প্রচারিত হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহার প্রাক্কালে দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়লাভের দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে আমরা অদৃশ্য শত্রু করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। এই লড়াইয়ে আমাদের জিততেই হবে।’

শেখ হাসিনা বলেন, ‘এক বছরেরও বেশি সময় ধরে আমরা কোভিড-১৯-এর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এর মধ্যে আমরা আমাদের অনেক আপনজনকে হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদের জিততেই হবে এবং আমরা জিতব ইনশা আল্লাহ।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাইবোনদের প্রতিও রইল আমার আন্তরিক শুভেচ্ছা।’

প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে আরও বলেন, ‘আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।’

ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

নিউজটি শেয়ার করুন :