আমাকেও গ্রেফতার করুন! আমিও ভোলা নিয়ে প্রতিবাদ করেছি। কঠোর প্রতিবাদ। আর কী করবেন? এই একটা বাণিজ্যই তো এখন জমজমাট। গ্রেফতার বাণিজ্য। নবীজিকে নিয়ে কটুমন্তব্য করলে প্রতিবাদ করা যাবে না? প্রতিবাদ করলে রাসূলপ্রেমিকদের গুলি করে মেরে ফেলবেন? তারও প্রতিবাদ করা যাবে না? এসবের মানে কী?
- স্রোত থামানো যায় না রে ভাই! একটু সামলে! এতটা ঔদ্ধত্য হবেন না! এতটা সীমালঙ্ঘণ করবেন না! আল্লাহ সব দেখছেন। তাঁকে ভয় করুন! ফেরাউন, নমরুদ, কারূন ও সাদ্দাদের পরিণতি স্মরণ করুন!
আচ্ছা, কোনো দল বা ব্যক্তি যদি আওয়ামীলীগের বিরুদ্ধে বলে, আর আওয়ামীলীগ যদি তার প্রতিবাদ করে, তখন কি তাদের ওপর গুলি চালান! গ্রেফতার করেন! আওয়ামীলীগ নেতাদের আগেই বলে দেন যে, বিপক্ষ শক্তির বিরুদ্ধে প্রতিবাদমূলক কিছু বলা যাবে না? নাহ, এমন তো কিছু দেখিনি! বরং তাদেরকে পাহারা দিয়ে প্রতিবাদের সহযোগী হতে দেখেছি আপনাদের।
তাহলে রাসূলবিদ্বেষীর বিরুদ্ধে যেন কিছু না বলি, রাসূলপ্রেমিক শহীদ ভাইদের প্রতি যেন সমবেদনা প্রকাশ না করি, এই শর্ত কেন জুড়ে দেন? আপনারা কী প্রমাণ করতে চান?
বদরুজ্জামান ভোলার রাসূলপ্রেমিকদের পক্ষে এবং বিদ্বেষীদের বিরুদ্ধে প্রতিবাদমূলক সংগীত পরিবেশন করায় জিজ্ঞাসাবাদ করতে হবে কেন? তাও গোপনে ডেকে নিয়ে! কোনো ধরণের আইনের তোয়াক্কা না করে এভাবে ধরে নিয়ে যাবেন, আবার আইনের দোহাইও দেবেন! এভাবে কতদিন চলবে? তার চেয়ে একটা কাজ করুন, পুরো বাংলাদেশকেই গ্রেফতার করে নিন…