শিরোনাম

আমিন আমিন ধ্বনিতে মুখরিত কুমিরাঘোনা বড়হাতিয়া ময়দান

জাহাঙ্গীর আলম তালুকদার, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধি: 

বিকাল পৌনে চারটা। মিষ্টি হয়ে আসছে রোদ। এমন সময় পুরো গ্রামজুড়ে আমিন আমিন ধ্বনি। জীবনের পাপ মোচন চেয়ে মহান আল্লাহর দরবারে কাঁদছে যুবক, বৃদ্ধ সবাই। লাখো কন্ঠে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে পড়ে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের কুমিরা ঘোনা গ্রাম। হাত তুলে মোনাজাতে অংশ নিয়েছে গ্রামের মহিলারাও।

বিশাল প্যান্ডেল ছাড়িয়ে আশপাশের ভবন, ঘরবাড়ি ও রাস্তাঘাটে মানুষ আর মানুষ। বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল উপলক্ষে প্রতিবছর দেশের বিভিন্ন স্থান থেকে আগত মুসল্লীদের মিলনমেলায় পরিণত হয় এই এলাকা। বায়তুশ শরফের উদ্যোগে আয়োজিত তিনদিন ব্যাপি এই মাহফিলের শেষদিনে আখেরি মোনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর শাহ মাওলানা আব্দুল হাই নদভী।

এর আগে আলোচনা পেশ করেন ইসলামি ব্যাংক শরিয়া বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মোহাম্মদ সলিমুল্লাহ, ড. এনায়েত উল্লাহ আব্বাসী জৈনপুরী প্রমুখ।

আখেরি মোনাজাতে অংশ নেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, স্থানীয় সংসদ সদস্য প্রফেসর ডক্টর আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী, মার্সা পরিবহন লিমিটেডের চেয়ারম্যান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালক মোহাম্মদ মর্তুজা, আল আরাফাহ ইসলামি  ব্যাংকের চেয়ারম্যান আব্দুস ছামাদ লাবু, লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু, পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া,

লোহাগাড়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুল আবচার, বড়হাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুনায়েদ, বাংলাদেশ দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম সিকদার ও ব্যবসায়ী নুরুল আফসার প্রমুখ। এছাড়া বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিল্পপতি, শিক্ষক, আলেম ওলামাসহ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।

মোনাজাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।।

নিউজটি শেয়ার করুন :