শিরোনাম

“আমি আবরার ফাহাদ বলছি” : তৌহিদ নিরব

আমি জ্বলিয়া উঠিব এ মাটি ফুঁড়িয়া
বিচার হবেই হবে এ মাটির বুক জুড়িয়া
কাঁপিয়ে সৈরতন্ত্র পরিবারতন্ত্রের ভীত
আমি তনু আমি আবরার আমিই বিশ্বজিত।
আমি বুক চিতিয়ে চাইবো বিচার দাবি
থামব নাকো মানব নাকো আমি খাবি খাবি
একবিংশের ধ্বংসাকাশে উড়িয়ে বিজয় কেতন
আমি আবার আসিব নিয়ে প্রস্তর দিব্য রণ।
গগনে পবনে ধ্বনিবে মম চিৎকার জয়ধ্বনি
বিদেহী আত্মা পাবে নিথরতা মৃতের জ্বালাখানি
এখানে সেখানে ছুটিয়া চলিব বিচারের দাবি লয়ে
ছুটে এসো সবে আজ মানবতা গেল ক্ষয়ে ক্ষয়ে
আমি আঁধার ভেদ করিয়া রচিব উপাখ্যান
বিচারের দাবি লয়ে গাবো সত্যের জয়গান
আমি সবার পক্ষে লড়ব একা আমি সাম্যবাদী
দ্যাখিয়ে দেব দুর্বলেরও আছে প্রতিবাদী।
আজ যাহারে দুর্বল ভেবে মারছো বুকে লাথি
ঐ দুর্বলের বুকে ঘুমায় স্রষ্টা দিবারাতি
মানুষের চেয়ে ধর্ম বড় না শুনো দিয়া মন
পেতে চাইলে স্রষ্টা করো মানুষ ভজন।
আমি ক্ষুদ্র নগণ্য খেলে পারবো না তাই
আমি হারলে তুমি জিতবে তাই হারতে চাই
ভেবোনা এ হার আমার দুর্বলতার প্রকাশ
হতে পারি কখনও তুফান সঞ্চারী ত্রাস।
যদি বিচার না পাই পরজনমে হবো বাদী
না পেরে এজনমে শুধু শুধু যাই কাঁদি
জখমে মেরেছো মোরে কুপিয়ে মেরেছো মোরে
বিচার নেই এদেশে তাই চলিলাম পরপারে।

নিউজটি শেয়ার করুন :