শিরোনাম

আমি সাক্ষ্য দিচ্ছি বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি: মেনন

 

ওলামা কন্ঠ ডেস্ক: ওয়ার্কার্স পার্টির সভাপতি ও আওয়ামী লীগ জোটের সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘গত নির্বাচনে আমিও নির্বাচিত (এমপি) হয়েছি। তারপরও আমি স্বাক্ষী দিয়ে বলছি- বিগত নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি।অারো বলেন গত জাতীয়, উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোথাও ভোট দিতে পারেনি দেশের মানুষ।’

শনিবার (১৯ অক্টোবর) দুপুরে বরিশাল নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলে জেলা ওয়ার্কার্স পার্টির সম্মেলন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি নজরুল হক নিলুর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি রাশেদ খান মেনন ছাড়াও প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নেতা কমরেড আনিছুর রহমান মল্লিক।

তিনি বলেন, ক্যাসিনো মালিকদের ধরা হচ্ছে, দুর্নীতিবাজদের ধরা হচ্ছে, কিন্তু দুর্নীতির আসল জায়গা নির্বিঘ্ন আছে। সেই দুর্নীতিবাজদের বিচার কবে হবে, তাদের সাজা কবে হবে কেউ জানে না। দেশে এখন বিচারহীনতার সংস্কৃতি চলছে বলেও মন্তব্য করেন তিনি।

সম্মেলনে ১৪ দলের অন্যতম শরীক ওয়ার্কার্স পার্টির শীর্ষ নেতা মেনন আরও বলেন, উন্নয়ন মানে গণতন্ত্র হরণ নয়, উন্নয়ন মানে ভিন্ন মতের সংকোচন নয়, উন্নয়ন মানে মতপ্রকাশের স্বাধীনতা হরণ নয়, উন্নয়ন মানে গণতন্ত্রের স্পেস (সুযোগ) কমিয়ে দেয়া নয়। সারা দেশে বর্তমানে মানবিক মূল্যবোধের চরম বিপর্যয় ঘটেছে।

মেনন আরও বলেন, প্রধানমন্ত্রী চারপাশে দুর্নীতির ঘুনোপোকারা, তার চারপাশে সম্পদ লুটেরারা, তার চারপাশে অর্থ আত্মসাতকারীরা যায়গা করে নিয়েছে। তারা ক্ষমতাকে ব্যবহার করে সম্পদ গড়ে তুলেছে। মাত্র ২ ভাগ লোকের হাতে দেশের ৩৩ ভাগ সম্পদ চলে গেছে।

নিউজটি শেয়ার করুন :