শিরোনাম

আরোগ্য লাভের জন্য দোয়া ও পুরস্কার বিতরণ

লৌহজং – টঙ্গীবাড়ী -২ আসনের সাংসদ মাটি ও মানুষের নেত্রি অধ্যাপিকা সাগুফতা ইয়াসমি এমিলি করোনা থেকে মুক্তি লাভের জন্য কলমা ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত এক দোয়ার মাহফিল ও মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মফিজ -জয়নাল স্মৃতি সংসদ আয়োজিত সীমিত ওভারে ক্রিকেট টুর্নামেন্ট এবং ভরাকর যুব সমাজের উদ্যোগে ফুটবল খেলার পুরস্কার বিতরণি অনুষ্ঠান কলমা লক্ষ্মী কান্ত উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে বিকাল ৩ ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

দোয়ার মাহফিল ও বিতরণ অনুষ্ঠানে রুপসী গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোঃ সোহরাওয়ার্দী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন মুন্সিগঞ্জ জেলা পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আলহাজ মোঃ ইদ্রিস আলী শেখ,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আবদুল মালেক মাস্টার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোতালেব শেখ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহাবুব আলম মনির, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলমগীর শেখ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে প্রথম পর্বে লৌহজং -টঙ্গীবাড়ী-২ আসনের মাননীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলির করোনা মুক্তির জন্য বিশেষ দোয়া করা হয়। ক্রিকেট খেলায় নওপাড়া একাদশ ও ফুটবল খেলায় ভরাকর একাদশ চ্যাম্পিয়ান হয়েছে।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মোঃ নুরুল হুদা।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবুসাঈদ শেখ, তানভীর আহমেদ হিমন ও রাশেদ খান।

নিউজটি শেয়ার করুন :