মো: আব্দুল্লাহ হক চুয়াডাঙ্গা সংবাদদাতা: একাত্তরের বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার নাগদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের কৃতি সন্তান মোঃ আহসান বিশ্বাস মঙ্গলবার সন্ধ্যার সময় ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি তিন পুত্র ও তিন কন্যা ও অনেক গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে চুয়াডাঙ্গা জেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা কমিটি নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার রাত ৯ঘটিকার সময় বলিয়ারপুর জামে মসজিদ প্রাঙ্গণে গার্ড অফ অনার এর মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পুলিশ এসপি জিয়াউর রহমান, আলমডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট, ভূমি সীমা সারমিন।
বিভিন্ন পর্যায়ের রাজনীতিক প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিউজটি শেয়ার করুন :