শিরোনাম

আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মীনির ইন্তেকাল: বাদ জোহর জানাজা

 

ওলামা ডেস্কঃ

শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. এর সহধর্মীনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার ভোর ৬টার দিকে রাজধানীর ধানমন্ডি শংকর ইবনে সিনা হাসপাতালে ৭৪ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন।

শায়খুল হাদিস আল্লামা আজিজুল রহ.-এর ছোট ছেলে মাওলানা মামুনুল হক তার ফেসবুক পেজে এই তথ্য দিয়ে লিখেছেন, ‘‘মমতাময়ী আম্মা চলে গেছেন রবের দরবারে। বাদ জোহর জানাযা সাত মসজিদে। সবার কাছে দোয়া চাই।’’

জোহরের পর রাজধানীর মোহাম্মদপুরের সাত মসজিদে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

এর আগে শুক্রবার (১৩ ডিসেম্বর) মুহাম্মদ এহসানুল হক জানান, দীর্ঘ ১০ দিন আগে শারীরিক অসুস্থতার কারণে তার নানীজান হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার হঠাৎ করে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে কেবিন থেকে আইসিইউতে শিফট করা হয়েছে। তিনি লানসে অতিরিক্ত পানি এবং শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বলে জানা যায়।

নিউজটি শেয়ার করুন :