শিরোনাম

আল্লামা সুলতান জওক নদভী’র খোঁজ নিলেন মুফতি ফয়জুল করীম : শফকত চাটগামী

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের শীর্ষ আলেমদের মধ্যে একজন আল্লামা সুলতান জওক নদভী। তিতি চট্টগ্রামের ঐতিহ্যবাহী জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক।

আজ (২৮ জুলাই ১৯ইং) রবিবার বিকেলে জওক নদভীর সাথে সাক্ষাৎ করে দোয়া নেয়ার পাশা-পাশি হুজুরের শারীরিক খোঁজ খবর নিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি হুজুরের সান্নিধ্যে বেশ কিছু সময় অতিবাহিত করেন।

শায়খে চরমোনাইর সাথে ছিলেন চট্টগ্রাম ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ।

এখানেই হুজুরের সান্নিধ্যে কেটেছে আমার প্রায় ৪টি বছর। আমার জীবনের প্রথম কর্মস্থল এখানেই। হুজুরের সুহবতে থেকে আমার জীবনের মোড় পরিবর্তনের সুযোগ পেয়েছিলাম। আল্লামা সুলতান জওক নদভী অসুস্থ। হাসপাতাল থেকে সবেমাত্র দারুল মা আরিফস্থ বাসায় ফিরেছেন।

নিউজটি শেয়ার করুন :