আন্তর্জাতিক ডেস্ক: ইথিওপিয়ার নির্বাচন কমিশন জানিয়েছে, ক্ষমতাশীন প্রসপারিটি পার্টি ইথিওপিয়ার ফেডারেল পার্লামেন্টের ৪৩৬ আসনের মধ্যে ৪১০ আসন পেয়েছে।
ইথিওপিয়ার নির্বাচনে আবি আহমেদের দল প্রসপারিটি পার্টির জয় হয়েছে। শনিবার এ ঘোষণা আসে যে গত মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ক্ষমতাশীন দলটি ভূমিধ্বস জয় পেয়েছে। এ জয়ের ফলে আরো পাঁচ বছরের জন্য আবি আহমেদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।
ইথিওপিয়ার এ নির্বাচন ছিল আবি আহমেদ সরকারের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আবি আহমেদ ২০১৮ সালে ক্ষমতায় আসেন। তার আগের প্রধানমন্ত্রী এক ব্যাপক বিক্ষোভের কারণে পদত্যাগ করতে বাধ্য হলে তিনি ক্ষমতাশীন হবার সুযোগ পান।
ইথিওপিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে আবি আহমেদ অনেকগুলো রাজনৈতিক সমস্যার সমাধান করেন। খুব দ্রুত রাজনৈতিক সংস্কারের মাধ্যমে এসব সমস্যার সমাধানের কারণে তিনি নোবেল পুরস্কার পান।
কিন্তু সমালোচকরা বলছেন, আবি আহমেদ গণমাধ্যম ও রাজনৈতিক স্বাধীনতাকে সীমিত করেছেন। এছাড়া টিগ্রে এলাকায় বিক্ষোভ দমনের সময় অসংখ্য মানুষ নিহত হওয়ায় তিনি আন্তর্জাতিক সমালোচনারও সম্মুখীন হয়েছেন।
সূত্র : আরব নিউজ