শিরোনাম

ইমাম হত্যার প্রতিবাদে রামগড়ে ওলামা ঐক্য পরিষদ ও ইসলামী আন্দোলনের যৌথ মানববন্ধন 

নুরুল কবির আরমান খাগড়াছড়ি প্রতিনিধিঃ বান্দরবানের রোয়াংছড়িতে নও মুসলিম ইমাম মো: ওমর ফারুককে গুলি করে হত্যার প্রতিবাদও খুনিদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রামগড়ে মানববন্ধন করেছেন খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ ও ইসলামী আন্দোলন উপজেলা শাখা।

আজ(২৪ জুন) বৃহস্পতিবার সকালে রামগড় বাজারে পুলিশ বক্সের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচীতে উপজেলার বিভিন্ন মাদরাসার আলেম ওলামা, মসজিদের মোয়াজ্জেন- ইমাম, সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ একাত্মতা প্রকাশ করে অংশ গ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা শহীদ ওমর ফারুকের রুহেল মাগফিরাত ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তাগণ বলেন, সহজ-সরল নিরপরাধ নওমুসলিম ওমর ফারুককে নির্মমভাবে হত্যা করা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।
তার কি অপরাধ ছিল, কেন তাকে হত্যা করা হলো। শুধু নওমুসলিম ইমাম ওমর ফারুক নয়, এ পর্যন্ত পার্বত্য চট্টগ্রামে উগ্রবাদী পাহাড়ি সন্ত্রাসীরা হাজার হাজার বাঙালিকে হত্যা করেছে।

জনগণ এসব হত্যাকান্ডের একটিরও বিচার দেখেনি। বক্তাগণ আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ার আগে ওমর ফারুক এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।

খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ উপদেষ্টা মাওলানা মুফতি মীর হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের রামগড় শাখার প্রচার সম্পাদক আবদুল হান্নান মনসুর এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন,

উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক, রামগড় মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই নিজামী, কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা কারী নুর হোসাইন, সংগঠনটির খাগড়াছড়ি যুগ্ন সম্পাদক শহিদ উল্যাহ, রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক , পার্বত্য নাগরিক সুরক্ষা অধিকারের রামগড় উপজেলা আহ্বায়ক মো. ইউনুছসহ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :