শিরোনাম

ইলিশ প্রেমীদের জন্যই শিমুলিয়া ঘাটে তাজমহল হোটেলের উদ্বোধন

আ স ম আবু তালেব, বিশেষ প্রতিনিধিঃ

ইলিশ প্রেমীদের জন্য দারূণ সুখবর। তাদের প্রিয় মজাদার ইলিশের হরেকরকম রান্নার আয়োজন হচ্ছে শিমুলিয়া ঘাটে তাজমহল হোটেলে। দক্ষিণাঞ্চলের যাত্রীদের স্বপ্ন পূরণে এক ধাপ এগিয়ে এল তাজমহল হোটেল। ইতিমধ্যে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট দেশজুড়ে খ্যাতি পেয়েছে। বেশকিছু হোটেলের সঙ্গে তাজমহল নামে আরও একটি হোটেল এন্ড রেস্টুরেন্ট যুক্ত হলো। আজ ৯ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে হোটেলটির যাত্রা শুরু হলো।

উপজেলা শ্রমিকলীগের সভাপতি আবুল হাশেম খানের মালিকানাধীন তাজমহল হোটেলের মিলাদ মাহফিলে উপজেলা চেয়ারম্যান ওসমান গণি তালুকদার, উপজেলা কৃষকলীগের সভাপতি জুলহাস বেপারী, লৌহজং প্রেস ক্লাবের সভাপতি মিজানুর রহমান ঝিলু, সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া, ট্রাফিক পুলিশ পরিদর্শক মো. হিলালউদ্দিন, কুমারভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান উপজেলা, আওয়ামী লীগ নেতা সুলতান মোল্লা, কুমারভোগ ইউনিয়ন যুবলীগের সভাপতি কামাল হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক অনয় হাসান বেপারী প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :