আনোয়ার হোসেন টিটু,বরিশাল বিশেষ প্রতিনিধি: আজ ৭ই জুন’২০ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নবাগত সদস্য ও চরমোনাই আহসানাবাদ রশিদিয়া কামিল মাদ্রাসার দাখিল ষষ্ঠ শ্রেণীর ছাত্র মোঃ আরিফুর রহমান এর কবর জিয়ারত করেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলিয়া সাংগঠনিক জেলা শাখার নেতৃবৃন্দ।
আরিফুর রহমান ছিল একজন মেধাবী ভদ্র এবং ইসলাম তথা শরীয়ত প্রিয়, যে অল্প বয়সী সবার ভালোবাসার পাত্র হয়ে উঠেছিল। তার বাবা তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল। তিনি ভাবতেন তার ছেলে হবে যুগের সর্বশ্রেষ্ঠ একজন সহিহ আলেম হবে। ছাত্ররা কবর জিয়ারতের উদ্দেশ্যে তাদের বাড়িতে গেলে তার বাবার কান্না জড়িত কণ্ঠে তিনি বলেন “আমি মানুষ হতে পারি গরিব! কিন্তু আমার আশাটা ছিল বড়… আমার ছেলে আলেম হবে.. কিন্তু সেই আশা আমার বাস্তবে পূরণ হলো না ” এ কথা বলে তিনি কেঁদে দিলেন।
আদরের সন্তান মারা যাওয়ার পরে আর পিতামাতা দিশেহারা হয়ে পাগলের ন্যায় হয়ে গেছে। ছাত্ররা মরহুমের জন্য দোয়া করে বলেন, হে! আল্লাহ রব্বুল আলামীন আরিফুর রহমানকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক। আমিন। আর তার বাবা-মাকে ধৈর্য ধারণ করে বাকি জীবন কাটানোর তৌফিক দান করুন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন চরমোনাই আলীয়া সাংগঠনিক জেলা শাখার সংগ্রামী সভাপতি সভাপতি হাফেজ মোঃ আবু সালে মুসা সহ-সভাপতি মোঃ রেজাউল করিম সাধারণ সম্পাদক মোঃ মুহাম্মাদ শাহজালাল প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রবিউল আলম প্রমুখ।
উল্লেখ্য: মুহাম্মাদ আরিফুর রহমান ১-৫-২০২০ইং জুম্মার কিছু সময় পূর্বে তার নিজ বাড়িতে ইন্তেকাল করে। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রজিউন। কিছুদিন ধরে ঘারের রগসহ মাথায় ব্যাথা করে ডাক্তার দেখানোর পর চিকিৎসা দেবার পরে কিছুটা কমলে পরবর্তীতে আবার পুনরায় ব্যাথা শুরু হয়। ১-৫-২০২০ হটাৎ জুম্মার পূর্বে ইন্তেকাল করেন।