শিরোনাম

ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তরের পুর্নাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

 

শাহীন বিন শফিক, কুমিল্লা প্রতিনিধি: গতকাল ২০ ডিসেম্বর’২০ বিকাল ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তর জেলা শাখার উদ্যোগে কুমিল্লা কচুয়াস্থ জেলা কার্যালয়ে জেলা শাখার পুর্নাঙ্গ কমিটি গঠন ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জেলা সভাপতি মুহাম্মাদ খালেদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ তৈয়ব, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আই.এ.বি সেক্রেটারি নুর আহম্মদ। আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলনের সদ্য সাবেক জেলা সভাপতি আজিজুল ইসলাম।

অনুষ্ঠানে ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তর জেলা সভাপতি মু. খালেদ সাইফুল্লাহ ২০২০ সেশনের পুর্নাঙ্গ কমিটি ঘোষণা করেন। পুর্নাঙ্গ কমিটি নিম্নরুপ, মজলিসে আমেলা-সভাপতি খালেদ সাইফুল্লাহ, সহ-সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক জি.এম সাইফুল ইসলাম, প্রশিক্ষণ সম্পাদক কাজী সাখওয়াত হুসাইন,
প্রচার সম্পাদক এইচ এম মাহাদী হাছান, অর্থ সম্পাদক এইচ এম আবু ইউসুফ, দফতর সম্পাদক রাশেদুল ইসলাম, কওমী মাদ্রাসা সম্পাদক হুসাইন আহমদ, আলিয়া মাদ্রাসা সম্পাদক মেহেদী হাছান মুন্সি, কলেজ সম্পাদক শাহীন বিন শফিক, স্কুল বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক ইয়াকুব আলী, সাহিত্য সম্পাদক এইচ.এম এনামুল হক, সদস্য ম. হুসাইন আদনান।

উল্লেখ্য যে, গত ৫ ফেব্রুয়ারি’২০ অনুষ্ঠিতব্য জেলা সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল করীম আকরাম জেলা শাখার সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করেন।

নিউজটি শেয়ার করুন :