শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধি: আজ শুক্রবার (২৬ নভেম্বর) সকাল ১০ টায় আইএবি মিলনায়তনে জেলা সভাপতি মোঃ নাজমুস সাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এইচ এম এনামুল হাসান সাঈদ এর সঞ্চালনায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার মজলিসে শূরা অধিবেশন ও থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য এইচ এম খালিদ সাইফুল্লাহ।
প্রধান অতিথি তার আলোচনায় বলেন, ইসলাম দেশ জাতি ও মানবতার কল্যাণে দেশের সর্বত্রই ইশা ছাত্র আন্দোলনের কর্মী বাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
শূরা অধিবেশনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাহমুদুল হাসান, ফরহাদ মোল্লা, আবু রায়হান, সাইদুল ইসলাম, নাইমুল ইসলাম, রাসেল বিন জামাল, শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, খান মোহাম্মদ বিপ্লব ,ইউসুফ মল্লিক, আলিমুল ইসলাম, কাবির হোসাইন, মোসাদ্দেক বিল্লাহ সহ খুলনা জেলাধীন সকল থানা শাখার উর্দ্ধতন নেতৃবৃন্দ।