শিরোনাম

ইশা ছাত্র আন্দোলন খুলনা দাকোপ ও তেরখাদা থানা কমিটি

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ শনিবার (২১ ডিসেম্বর) বিকাল ৩টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দাকোপ থানার উদ্যোগে দাকোপ উপজেলা কার্যালয়ে মুহা.ফজলুল করিমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা শাখার নবনির্বাচিত সভাপতি মুহা. নাজমুস সাকিব এবং বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার নবনির্বাচিত সাধারণ মোঃ ইনামুল হাসান সাঈদ।

সম্মেলনে ২০২০ সেশনের জন্য আহবায়ক হিসেবে মোঃ ফজলুল করীম, যুগ্ম আহবায়ক আব্দুর রহিম ও সদস্য সচিব হিসেবে আব্দুল আহাদের নাম ঘোষণা করা হয়।

এছাড়াও রবিবার (২২ ডিসেম্বর) সকাল ১০ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন তেরখাদা থানার উদ্দ্যোগে উপজেলাস্থ অস্থায়ী কার্যালয়ে শাখা আহবায়ক আব্দুল হাকিমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা জেলা সভাপতি মুহা নাজমুস সাকিব

সম্মেলনে জেলা সভাপতি ২০১৯ সেশনের আহবায়ক কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনের জন্য সভাপতি হিসেবে মুহা. আব্দুল হাকিম,সহ-সভাপতি মুহা. আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মুহা.মাসুম বিল্লাহর নাম ঘোষণা করেন।

এসময় উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :