শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বিকাল ৪টায় পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার নব গঠিত পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি, শপথ অনুষ্ঠান নগর সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং নগর সাধারণ মুহাঃ মইন উদ্দিন ও জেলা সাধারণ সম্পাদক এনামুল হাসান সাইদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি অধ্যাপক মাওঃ ইমরান হোসাইন, নগর সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম, নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা ছাত্র যুব বিষয়ক মাওঃ আবু সাঈদ, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় শূরা সদস্য মুফতী আমিরুল ইসলাম, মুহাঃ ইসহাক ফরীদি, ইশা ছাত্র আন্দোলন নগর সাবেক সভাপতি মুহাঃ সাইফুল ইসলাম, জেলার সাবেক সভাপতি এসকে নাজমুল হাসান, সাবেক অর্থ সম্পাদক মুহাঃ আমানুল্লাহ, ইশা ছাত্র আন্দোলন বিএল কলেজ সভাপতি কাজী আল আমিন, মুহাঃ শফিকুর রহমান, হাফেজ উসামা প্রমুখ নেতৃবৃন্দ।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন খুলনা মহানগর ও জেলার ২০২০ সেশনের পূর্নাঙ্গ কমিটি।
খুলনা মহানগর কমিটিঃ সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, সহ সভাপতি মুহাঃ আব্দুস সালাম জায়েফ, সাধারণ সম্পাদক মুহাঃ মইনুল ইসলাম, সাংগঠনিক মুহাঃ ইব্রাহীম ইসলাম আবীর, প্রশিক্ষণ মুহাঃ মঈন উদ্দিন, প্রচার ও প্রকাশনা মুহাঃ মাহদী হাসান মুন্না, অর্থ সম্পাদক এম এম মাহদী হাসান, দপ্তর আব্দুল্লাহ আল মামুন, বিশ্ববিদ্যালয় বিষয়ক মুহাঃ শাকির হোসেন, কওমী মাদ্রাসা বিষয়ক হাবিবুল্লাহ মেসবাহ, আলিয়া মাদ্রাসা বিষয়ক আবু বক্কর সিদ্দিক, কলেজ বিষয়ক মুহাঃ আব্দুল্লাহ, স্কুল বিষয়ক মুহাঃ ইয়ামিন মোল্লা, ছাত্র কল্যাণ মুহাঃ মাঞ্জারুল হুদা, সাহিত্য ও সংস্কৃতি আব্দুল্লাহ আল মামুন, সদস্য মুহাঃ বনি আমিন, মুহাঃ রাকিব গোলদার।
খুলনা জেলা কমিটিঃ সভাপতি মুহাঃ নাজমুস সাকিব, সহ সভাপতি কে এম মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক এইচ এম এনামুল হাসান সাঈদ, সাংগঠনিক মোল্লা মুহাঃ ফরহাদ প্রশিক্ষণ মুহাঃ আবু রায়হান, প্রচার ও প্রকাশনা মুহাঃ আবদুল আলিম, অর্থ সম্পাদক নাঈমুল ইসলাম, দপ্তর রফিকুল ইসলাম, কওমী মাদ্রাসা বিষয়ক গাজী শফিকুল ইসলাম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সাহিদুল ইসলাম, কলেজ বিষয়ক মুহাঃ গাজী রাসেল, স্কুল বিষয়ক আব্দুল্লাহ আল মামুন, ছাত্র কল্যাণ মুহাঃ আলিমুল ইসলাম, সাহিত্য ও সংস্কৃতি হোসাইন ফকির, সদস্য মুহাঃ আব্দুল হাকিম।
কমিটি ঘোষণার পরপরই তাদেরকে স্ব স্ব শাখার সভাপতি শপথ বাক্য পাঠ করান ও পরিচিত করে দেন।