শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ
শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২ টায় বটিয়াঘাটা উপজেলাস্থ রানা হোটেল মিলনায়তনে ইশা ছাত্র আন্দোলন বটিয়াঘাটা উপজেলা শাখা সভাপতি এইচ এম ইনামুল হাসান সাঈদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আল মামুন এর সঞ্চালনায় “উপজেলা সম্মেলন” অনুষ্ঠিত হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল্লাহ ইমরান, প্রধান বক্তা ছিলেন ইশা ছাত্র আন্দোলন জেলা সভাপতি মুহা নাজমুস সাকিব, বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি কে এম মাহমুদুল হাসান।
উক্ত সম্মেলনে প্রধান বক্তা তার বক্তব্যের শেষে বটিয়াঘাটা উপজেলার ২০১৯ সেশনের কমিটি বিলুপ্ত করে ২০২০ সেশনের কমিটি ঘোষণা করেন। সভাপতি হিসেবে মোঃ আলিমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ মুরসালিন শেখ ও সাধারণ সম্পাদক শেখ মোঃ আল মামুন।