শিরোনাম

ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরের মাসিক সভা অনুষ্ঠিত

 

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

রবিবার ( ৫ই জানুয়ারী) দুপুর ২.৩০ ঘটিকায় ইশা ছাত্র আন্দোলন খুলনা মহানগরীর মাসিক সভা শাখা সভাপতি এইচএম খালিদ সাইফুল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহা. মঈনুল ইসলাম এর সঞ্চালনায় পাওয়ার হাউজ মোড়স্থ নগর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সভায় আগামী ১৭ই জানুয়ারি ইশা ছাত্র আন্দোলন খুলনা জেলা ও মহানগরের যৌথ ব্যবস্থাপনায় জামিয়া রশিদিয়া গোয়ালখালি মাদ্রাসা ময়দানে ঐতিহাসিক ছাত্র গণজমায়েতের সিদ্ধান্ত গৃহিত হয়।
ছাত্র গণজমায়েতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহা. রেজাউল করিম,পীর সাহেব হুজুর চরমোনাই।

বিশেষ অতিথি হিসেব উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহা. ফয়জুল করীম।প্রধান বক্তা হিসেবে থাকবেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি মুহা. আব্দুল জলিল।
ছাত্র গণজমায়েত বাস্তবায়নে বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

মাসিক সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুস সালাম জায়েফ, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ইসলাম আবীর, মঈনুদ্দীন, মাহদী হাসান মুন্না, এমএম মাহদী, হাসান আল-মামুন, শাকির হোসেন, মু. মিসবাহ উদ্দীন, আহমাদ আবু বকর, মোঃ আব্দুল্লাহ, ইয়ামিন মোল্লা, মাঞ্জারুল হুদা, আব্দুল্লাহ আল মামুন, বনি আমিন, রাকিব গোলদার, আমানুল্লাহ প্রমুখ নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :