এম.এস আরমান, নোয়াখালী: গতকাল শুক্রবার (১৩ ডিসেম্বর’১৯) বিকাল ৩ টায় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তরের কমিটি পূর্ণাঙ্গকরণ সভা সংগঠনের চৌমুহনীস্থ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মুহাম্মাদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক এইচ এম সাখাওয়াত উল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুফতি আব্দুর রহমান গিলমান।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা উত্তর শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ কাতার কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জনাব কামরুল হাসান জিটু, মাওলানা মহিউদ্দিন এবং সাবেক সভাপতি মোঃ আবদুল ওহাব প্রমুখ।
সভায় জেলা কমিটি ঘোষণা করে শপথবাক্য পাঠ করান জেলা সভাপতি। এতে জেলা শাখার ২০২০ সেশনের নিম্নোক্ত কমিটি ঘোষণা করা হয়।
সভাপতিঃ মুহাম্মাদ ইবরাহিম খলিল, সহ-সভাপতিঃ জিএম মাহমুদুল হাসান হামিদী, সাধারণ সম্পাদকঃ মু.মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদকঃ ইকবাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদকঃ ইয়াসিনআরাফাত,প্রচার সম্পাদকঃ শিব্বির আহমাদ,অর্থ সম্পাদকঃ খালেদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদকঃ মাহমুদুর রহমান,কওমী মাদরাসা বিষয়ক সম্পাদকঃ রিয়াদ আজিজ,আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদকঃ শফিকুল ইসলাম ,কলেজ বিষয়ক সম্পাদকঃ মনিরুজ্জামান বাবু, স্কুল বিষয়ক সম্পাদকঃ দিদারুল ইসলাম,ছাত্রকল্যাণ সম্পাদকঃ এইচ এম ইয়াসিন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদকঃ মোঃ দেলোয়ার হোসাইন, নির্বাহী সদস্যঃ মুহাম্মাদ অাবদুস শাকুর।
২০২০ সেশনের জেলা সূরা সদস্যবৃন্দ, মোহাম্মদ শাহাদাত হোসাইন, মোঃ ইয়ামিন মাজেদ, মোহাম্মদ কবির হোসাইন, মোহাম্মদ দিদারুল আলম, মোহাম্মদ ইমরান হোসাইন আজিম, মোঃ সরোয়ার মাহমুদ মোহাম্মদ আবদুল মান্নান,মোহাম্মদ ইসহাক ফরিদী।
উল্লেখ্য যে,গত ৬ ডিসেম্বর’১৯ইং রোজ শুক্রবার, সোনাইমুড়ি মধ্য বাজার রাজমহল রেস্তোরা অডিটরিয়ামে, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল করিম আকরাম এর উপস্থিতিতে জেলা কমিটি ২০২০ ঘোষণা করা হয়। এতে সভাপতি মোঃ ইব্রাহিম খলিল সভাপতি জিএম মাহমুদুল হাসান হামিদী ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমানের নাম ঘোষণা করেন পীর সাহেব চরমোনাই।