শিরোনাম

ইসলামবিরোধী সংগঠন ‘ইসকন’ বন্ধ করে রাষ্ট্রদ্রোহী প্রিয়া সাহাকে ফাঁসি দিতে হবে: চট্টগ্রাম নগর শীর্ষক ওলামাদের দাবী

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ওলামা মাশায়েখ অাইম্মা পরিষদ চট্টগ্রাম মহানগ’র উপদেষ্টা: অাল্লামা ড. অা ফ ম খালেদ হোসেন ও হা. মাও. তৈয়ব সাহেব এবং ভারপ্রাপ্ত সভাপতি: হা. মাও. মনসুরুল হক জিহাদী ও সেক্রেটারী: হা. মাও. শেখ অামজাদ হোসাইন সহ যৌথ বিবৃতিতে শীর্ষক পর্যায়ের ওলামায়ে কেরামগণ সরকারের কাছে দাবী জানিয়ে বলেছেন ইসলামবিরোধী সংগঠন ‘ইসকন’ বন্ধ করতে হবে।

তারা বলেন, “রাষ্ট্রদ্রোহী প্রিয়া সাহাকে বাংলাদেশে এনে ফাঁসি দিতে হবে। প্রিয়া সাহা দেশের সাথে গাদ্দারী ও বেঈমানী করে দুু:সাহসিতকা দেখিছেন। তিনি দেশকে বিশ্ব জাতীর কাছে কলঙ্কিত করেছে।”

ইসকন রাষ্ট্রবিরোধী সংগঠন মুসলমান শিশুদেরকে হরে কৃষ্ণ হরে রাম শিক্ষা দেয়া ও প্রসাদ খাওয়ানো হয়েছে, এটা ঈমান থাকতে মেনে নেয়া যায় না। তাদের সংগঠনকে নিষিদ্ধি ঘোষণা করতে হবে, অন্যথায় জাতীয় ওলামা মাশায়েখ আঈম্মা পরিষদ সংগঠন ঘরে বসে থাকবে না। নেতারা তীব্রনিন্দা ও প্রতিবাদ জানিয়ে নাস্তিক প্রিয়া সাহাকে ইনর্টারপোলের মাধ্যমে দেশে এনে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এর প্রতিবাদে সারাদেশের ওলামাগণ ফোঁসে উঠেছেন।

সম্মিলিত ওলামাগণের নাম ও চট্টগ্রাম জাতীয় ওলামা মাশায়েখ সংগঠন: সহ-সভাপতি: মুফতি হাসান মুরাদাবাদী, সহ-সলভাপতি: মুফতি মোর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক: মাওলানা কামাল উদ্দীন সাকী, সহ সাধারণ সম্পাদক: মাওলানা এমোোদাদ উল্লাহ চাঁদপুরী, সহ- সাধারণ সম্পাদক: মাওলানা মুফতি শাহেদুর রহমান, সাংগঠনিক সম্পাদক: মাওলানা মুফতি এমদাদ উল্লাহ কাবির ভূইয়া, সহ- সাংগঠনিক ও দৈনিক ওলামা কন্ঠ’র মাওলানা কে. এম. নুহু হোসাইন।

শরীয়া আঈন বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম কোতোয়ালী থানা সভাপতি: মুফতি গোলাম কিবরিয়া শরিফী, প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, সহ-কারী প্রশিক্ষণ সম্পাদক: মুফতি রেজাউল হক আমিন, দাওয়া বিষয়ক সম্পাদক: মাওলানা হেলাল উদ্দিন রশিদী, ফতোয়া বিষয়ক সম্পাদক: মুফতি আবদুল মান্নান, ওলামা কল্যান বিষয়ক সম্পাদক: মাওলানা সানা উল্লাহ নূরী মাহমুদী, আমরবিলমারুপ বিষয়ক সম্পাদক: মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম জিহাদী।

মসজিদ বিষয়ক সম্পাদক: আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম পাটোয়ারী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক: মাওলানা সাইদুর রহমান, কাওমী মাদরাসা বিষয়ক সম্পাদক: মাওলানা হাফেজ মুহাম্মাদ মুসলেহ উদ্দিন, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক: মুফতি ইব্রাহিম আনোয়ারী, মহিলা মাদ্রাসা বিষয়ক সম্পাদক: হাফেজ মাওলানা আবদুল হামিদ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক: হাফেজ মাওলানা জহিরুল ইসলাম, খানকা বিষয়ক সম্পাদক: মাওলানা হাবিবুর রহমান আতিকী।

এবতাদায়ী মাদ্রাসা ও মক্তব বিষয়ক সম্পাদক: মাওলানা মুফতি মাহমুদুল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক: হাফেজ মাওলানা কামাল হোসাইন, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক: সংগীত সম্রাট মাওলানা আসহাব উদ্দিন আল-আজাদ, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক: মাওলানা আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক: হাফেজ মাওলানা মুহাম্মদ রিদোয়ান সাইফী, সহ- কারী প্রচার সম্পাদক: মাওলানা মাহমুদ উল্লাহ সুলতানী, দপ্তর সম্পাদক: মাওলানা জিয়াউল হক নোমানী, সহ- কারী দপ্তর সম্পাদক: মাওলানা এরশাদ উল্লাহ রায়পুরী।

বায়তুল মাল বিষয়ক সম্পাদক: মাওলানা আমিনুল মারুপ, সহ- কারী বায়তুল মাল বিষয়ক সম্পাদক: মাওলানা মুহাম্মদ ইসমাইল, খেদমতে খালক বিষয়ক সম্পাদক: মাওলানা আবদুর রহমান, মুস্তাদ আফিন বিষয়ক সম্পাদক: মাওলানা নেসারুল হক, মিডিয়া বিষয়ক সম্পাদক: হাফেজ ফরীদ উদ্দীন, সদস্য: হাফেজ মুহাম্মাদ রুহুললাহ, মুফতি মোহাম্মদ বশির উদ্দিন, মাওলানা ক্বারী মোহাম্মদ ইমদাদ উল্লাহ সাইফী, মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :