শিরোনাম

ইসলামী আন্দোলন খুলনা জেলা কমিটির পরিচিতি সভা

শেখ নাসির উদ্দিন, খুলনা প্রতিনিধিঃ

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা কমিটির পরিচিতি ও শপথ অনুষ্ঠান আজ রবিবার (১৪ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় পাওয়ার হাউস মোড়স্থ আইএবি মিলানায়তনে জেলা সভাপতি মাওঃ অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

পরিচিতি ও শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক, চরমোনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা সৈয়দ ইসহাক মোহাম্মদ আবুল খায়ের। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, বামুকের খুলনা জেলা সাধারণ সম্পাদক শেখ হাসান ওবায়দুল করীম।

ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার পূর্নাঙ্গ কমিটিতে যারা রয়েছেন সভাপতি আলহাজ্ব মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, সহ সভাপতি মাওঃ মুজিবর রহমান, শেখ জামিল আহমেদ, সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, জয়েন্ট সেক্রেটারী মাওঃ আসাদুল্লাহ হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওঃ মাহবুবুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জাহিদুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক মাওলানা আশরাফুল ইসলাম, সহ প্রচার ও দাওয়াহ্ সম্পাদক হাফেজ নাজিম ফকির, দফতর সম্পাদক মাওলানা আব্দুস সাত্তার, সহ দফতর সম্পাদক এসকে নাজমুল হাসান,

অর্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ হুমায়ূন কবীর, সহ অর্থ ও প্রকাশনা সম্পাদক মাওলানা আবু সাইদ, প্রশিক্ষণ সম্পাদক শায়খুল ইসলাম বিন হাসান, সহ প্রশিক্ষণ সম্পাদক মুফতী হেলাল উদ্দিন শিকারী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তাওহীদুল ইসলাম মামুন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওঃ হারুন অর রশীদ, আইন ও মানবাধিকার সম্পাদক মোঃ নুরুল হুদা সাজু, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক হাফেজ মঈন উদ্দিন, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওঃ আশরাফ আলী, সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব রফিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা শেখ রওশন আলী, সংখ্যালঘু বিষয়ক সম্পাদক জিএম নওশের আলী, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মাওঃ ওমর ফারুক, মোঃ ইসমাঈল।

প্রধান অতিথি বলেন, প্রত্যেক দায়িত্বশীল তাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, প্রত্যেক উপজেলা ও ইউনিয়নে ইসলামী আন্দোলনের দাওয়াত পৌঁছে দিতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নে আমাদের কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন :