শিরোনাম

ইসলামী আন্দোলন খুলনা মহানগর ও জেলার যৌথ সভা অনুষ্ঠিত

শেখ নাসির উদ্দিন, খুলনাঃ শুক্রবার (৪ অক্টোবর) বিকাল ৫ টায় নগরীর গোয়ালখালী মাদ্রাসা অডিটোরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার এক যৌথ সভা ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমীর হাফেজ মাওঃ অধ্যক্ষ আব্দুল আউয়ালের সভাপতিত্বে ও বামুক জেলা সাধারণ সম্পাদক মুফতী মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, জেলা সভাপতি আলহাজ্ব মাওঃ অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, বামুক জেলা ছদর মাওঃ ফরিদ আহমেদ, ইসলামী আন্দোলন নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সেক্রেটারী মাওঃ আব্দুল্লাহ আল মামুন, নগর সহ সভাপতি শেখ হাসান ওবায়দুল করীম, প্রচার সম্পাদক মোঃ তরিকুল ইসলাম কাবির, সহ দপ্তর মুফতী আমীরুল ইসলাম, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক গাজী মুরাদ হোসেন, ইসলামী যুব আন্দোলন জেলা সভাপতি মাওঃ তাওহীদুল ইসলাম মামুন, নগর সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, জেলা সাংগঠনিক মাওঃ মোস্তাফিজুর রহমান,

ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন জেলা সভাপতি এসকে নাজমুল হাসান, নগর সহ সভাপতি এইচ এম খালিদ সাইফুল্লাহ, বিএল কলেজ সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সহ সভাপতি কাজী আল আমিন, নগর সাধারণ সম্পাদক আব্দুল সালাম জায়েফ, অটো মটর বাইক জেলা সভাপতি মাওঃ ‌ওমর ফারুক, মোঃ জুবায়ের হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় বিভিন্ন বিষয়ে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

নিউজটি শেয়ার করুন :