শেখ নাসির উদ্দিন, খুলনাঃ সোমবার (২৯ জুলাই) রাত ১০ টায় সোনাডাঙ্গা বয়রা পুজাখোলা অস্থায়ী কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সোনাডাঙ্গা থানার ১৬নং ওয়ার্ডের ওয়ার্ড সম্মেলন সভাপতি মোঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব মারুফ হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানার সভাপতি আলহাজ্ব মুফতী ইমরান হোসাইন, সহ সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন, ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, আবু গালিব, মোঃ মনির হোসেন, ইসলামী শ্রমিক আন্দোলন নগর সিনিয়র সহ সভাপতি এস এম আবুল কালাম আজাদ।
আরও উপস্থিত ছিলেন মোঃ ইকবাল মাহমুদ, আব্দুস সোবহান, মোঃ ইকবাল হোসেন, আমীর হোসেন, মুন্সি বশির আহমেদ, মুন্সি শফিকুল ইসলাম, শেখ আলী আকবর, মোঃ মিজান, মোঃ রবিউল ইসলাম, আবু হানিফ প্রমুখ নেতৃবৃন্দ।
সম্মেলনে প্রধান অতিথি ইসলামী আন্দোলন খুলনা ১৬নং ওয়ার্ডে সকলের সর্বসম্মতিক্রমে ২০১৯-২০২১ সেশনের জন্য সভাপতি হিসেবে মোঃ হুমায়ুন কবীর, সহ সভাপতি মোঃ ইকবাল হোসেন, ক্বারী মুরাদ, সেক্রেটারী আব্দুস সোবহান ও সাংগঠনিক সম্পাদক হিসাবে মুন্সি বশির আহমেদের নাম ঘোষণা করেন এবং শপথ বাক্য পাঠ করান।
সভায় প্রধান অতিথি ১৮নং ওয়ার্ড দায়িত্বশীলদের পরিচয় করিয়ে দেন এবং শপথ বাক্য পাঠ করান।