শেখ নাসির উদ্দিন, খুলনাঃ বুধবার (৩১ জুলাই) রাত সাড়ে ৯ টায় ওয়ার্ড কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা সোনাডাঙ্গা থানার ২৬নং ওয়ার্ড দায়িত্বশীলদের শপথ ও পরিচিতি সভা ও ওয়ার্ড সভাপতি আলহাজ্ব আকবর আলী পাঠানের সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মোঃ শাহিন হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন নগর সাংগঠনিক সম্পাদক জিএম সজীব মোল্লা, শিক্ষক ফোরাম নগর সভাপতি মুফতী রবিউল ইসলাম রাফে, থানা সহ সভাপতি ইঞ্জিনিয়ার এজাজ মানসুর, সেক্রেটারী মোল্লা রবিউল ইসলাম তুষার, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ নোমান হোসেন।
আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ড সহ সভাপতি জিএম জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারী মোঃ আব্দুল জব্বার, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ জসীম হাসান, দপ্তর সম্পাদক শেখ মিজানুর রহমান, অর্থ সম্পাদক মোঃ মামুন হোসেন, প্রশিক্ষণ সম্পাদক ক্বারী মোঃ হারুন অর রশীদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মোঃ শাকির হোসেন, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মোঃ রুহুল আমীন, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হায়দার আলী, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ জুলফিকার আহমেদ, মহিলা ও পরিবার বিষয়ক মোঃ আব্দুল গফফার, সংখ্যালঘু বিষয়ক শেখ মোঃ মিনারুল ইসলাম, সদস্য মোঃ আজিজুর রহমান, মোঃ বাবর আলী প্রমুখ৷
সম্মেলনে প্রধান অতিথি দায়িত্বশীলদের পরিচিতি ও শপথ বাক্য পাঠ করিয়ে দেন।