মুহাম্মদ সাইদুল ইসলাম সানাউল্লাহ – স্টাফ রিপোর্টার
আজ ১০ মে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার আওতাধীন বরমী ইউনিয়ন শাখার কার্যালয় উদ্ভোদন এবং পূর্নাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠিত হয়।
বরমী ইউনিয়ন শাখার সভাপতি মুফতী মাহদী হাসান-এর সভাপতিত্বে এবং সেক্রেটারি মাও মিজানুর রহমান-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সংঘটিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার সভাপতি হাফেজ মাও আলমগীর হোসাইন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলার সহসভাপতি তোফায়েল আহমেদ আঃ মালেক এবং কার্যনির্বাহী সদস্য অধ্যক্ষ আবু নাসির মোহাম্মদ যুবায়ের। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম সানাউল্লাহ। এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট শাখার সাংগঠনিক ও জেলা শাখার সাধারন সম্পাদক মাহদী হাসান তামীম।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন, বরমী ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা হারুন অর রশিদ, হাফেজ মাওলানা শরিফুল ইসলাম শরিফ, অর্থ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মাওলানা কবির হোসেন। ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ সিয়াম নূর, সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মুদ্দাসসির আহমেদ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরমী ইউনিয়ন শাখার সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক সহ বরমী ইউনিয়ন শাখার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।