শিরোনাম

ইসলামী মৎস্য ও হ্যাচারী শ্রমিক আন্দোলন কক্সবাজার জেলা কমিটি গঠিত

এম.কলিম উল্লাহ,উখিয়াঃ ইসলামী মৎস্য ও হ্যাচারী শ্রমিক আন্দোলন কক্সবাজার জেলা কমিটি গঠনের জন্য এক সাধারণ সভা শাখার অস্থায়ী কার্যালয়ে মাওলানা আবুল কালাম আজাদের সভাপতিত্বে বাদে আসর অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কক্সবাজার জেলা সভাপতি মাওলানা মোহাম্মদ আলী,প্রধান বক্তা ইসলামী শ্রমিক আন্দোলন কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান কন্ট্রাক্টর, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা সেক্রেটারী মাওলানা মোহাম্মদ শোয়াইব, বামুক নায়েবে ছদর হাফেজ মাও: ফারুক, জেলা কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রউফ লাভলু, জেলা শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

পরে ৪১ সদস্য বিশিষ্ট ইসলামী মৎস্য ও হ্যাচারী শ্রমিক আন্দোলন কক্সবাজার জেলা কমিটি গঠন করা হয়। উল্লেখ্য দায়িত্বশীল যথাক্রমে:-

সভাপতি:- টেকনিশিয়ান মো: আবু তাহের।

সিনিয়র সব-সভাপতি:- বিশিষ্ট শিল্পপতি মো: নূরুন্নবী।

সহ-সভাপতি:- টেকনিশিয়ান মাও: আবুল কালাম আজাদ, মো: শাহনেওয়াজ, শুক্কুর আহমদ ও ওমর ফারুক।

সাধারণ সম্পাদক:-টেকনিশিয়ান মো: আলা উদ্দিন।

যুগ্ন সাধারণ সম্পাদক:- মো:হাবিবুর রহমান,খানে আলম টিপু,মাওলানা ইদ্রিস, মোহাম্মদ ছৈয়দ নূর, মোহাম্মদ আকবর।

সাংগঠনিক সম্পাদক:- মোহাম্মদ ফোরকান,

প্রচার সম্পাদক:- মো:আরিফুল ইসলাম,

সহ-প্রচার সম্পাদক:- মো:আব্দুল আজিজ,

দফতর সম্পাদক:- মাও: বেলাল,

অর্থ সম্পাদক:- মো:গিয়াস উদ্দিন,

মানবাধিকার বিষয়ক সম্পাদক:- মো: হোসেন,

শিক্ষা-সংস্কৃতি বিষয়ক সম্পাদক:- আবু তৈয়ব,

নারী কল্যাণ বিষয়ক সম্পাদক:-নূরুল আমিন,

শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক:- আবদুল মোতালেব,

সহ-শ্রমিক কল্যাণ বিষয়ক সম্পাদক:- আবু ছৈয়দ,

সদস্য:- নেজাম উদ্দিন,

সদস্য:- মামুন,

সদস্য:- আরফাত।

নিউজটি শেয়ার করুন :