আনোয়ার হোসেন টিটু, বরিশাল বিশেষ প্রতিনিধি: (১৭ সেপ্টেম্বর’১৯) মঙ্গলবার, বাদ আছর স্থানীয় জাবেদ আলী ইনস্টিশন
ইসলামী যুব আন্দোলন ৫ নং চরমোনাই ইউনিয়ন সাংগঠনিক থানা শাখার সম্মানিত সভাপতি মাওলানা মুহাম্মদ হাসান রুহানি সহ সাবেক সভাপতি চরমোনাই ইউনিয়ন ইসলামী যুব আন্দোলন মোঃ মাজাহারুল ইসলাম জুয়েল খন্দকার, সেক্রেটারী মোঃ কামাল উদ্দিন ও মো: দেলোয়ার হোসাইন মোঃ হুমায়ুন কবির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত দায়িত্বশীলদের উপস্থিতিতে আজকে ৬ নং রাজারচর ওয়ার্ডের ইসলামী যুব আন্দোলনের পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি শপথ পাঠ করার মধ্য দিয়ে গঠন করা হয়েছে।
যারা নতুন কমিটির দায়িত্ব পেয়েছেন:
সাবেক সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান রাশু মুন্সি, সহ-সভাপতি মোঃ কামাল গাজী, মোঃ বিপ্লব হাওলাদার, সেক্রেটারি হাসান মীর, সাধারণ সম্পাদক হাসান নকীব।
এ সময় প্রধান অতিথি তাঁর গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, “এ দেশ পরিচালনা করবে যুবকরা। আমরা যারা নতুন দায়িত্ব পেয়েছি তাই প্রতিটি দায়িত্বশীল কে মনে করতে হবে, আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করবো এবং দায়িত্ব নিয়ে আমি ঘরে বসে থাকবো না। যখন সংগঠনের ডাক আসবে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো।
তিনি বলেন, “আমরা কাজ করতেছি একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্য কারণ, আমরা ক্ষমতার লোভে নয় একমাত্র আল্লাহকে রাজি-খুশি করার জন্যই আমাদের প্রচেষ্টা। তাই আমরা দলমত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে এসো বন্ধু দলে দলে ইসলামী যুব আন্দোলনের পতাকাতলে।”
আরো উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।