স্টাফ রিপোর্টারঃ নয় দিনের ঈদ ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সরকারি অফিস রবিবার (৬ এপ্রিল) থেকে খুলছে, তবে অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান ইতিমধ্যেই ছুটি শেষ করেছে। তাই কর্মের তাগিদে ছুটছেন রাজধানীমুখী যাত্রীরা।
শনিবার সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে ভিড় করছে দেশের দক্ষিণাঞ্চল থেকে ফেরা মানুষ। যাত্রী বোঝাই লঞ্চ একের পর এক ভিড়ছে টার্মিনালে। নৌপথে তুলনামূলক স্বস্তিদায়ক যাত্রার কারণে অনেকেই লঞ্চে ফিরছেন ঢাকায়।
অন্যদিকে গাবতলী, মহাখালী ও সায়েদাবাদসহ বিভিন্ন আন্তঃজেলা বাস টার্মিনালেও সকাল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে। দূরপাল্লার বাসে ঢুকছেন যাত্রীরা, নামছেন পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ফেরা নগরবাসী। একই চিত্র কমলাপুর রেল স্টেশনেও।
সরকারি-বেসরকারি তদারকি ও ভালো আবহাওয়ার কারণে এবারের ঈদযাত্রা ছিল অনেকটাই ভোগান্তিহীন। যদিও কিছু এলাকায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের টহল অব্যাহত রয়েছে।
এদিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটেও ঢাকামুখী যাত্রী ও যানবাহনের চাপ রয়েছে। তবে কোথাও বড় ধরনের জট বা দীর্ঘ অপেক্ষা নেই বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ঈদের আনন্দের রেশ কাটিয়ে রাজধানী আবারও ফিরছে চেনা গতিতে। কর্মজীবীদের এই ঢল শহরের রাস্তাঘাট ও কর্মস্থলে আবারও গতি আনবে।