শিরোনাম

ঈদ-উল-আযহা উপলক্ষে বিশ্বের মুসলমানদের  বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশন’র চেয়ারম্যান ও মহাসচিবের শুভেচ্ছা!

 

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বঞ্চিত শিশু অধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শাহীন চৌধুরী ও মহাসচিব মোহাম্মদ আলী’র এক যৌথ বিবৃতিতে বিশ্বের সকল মুসলিম নর-নারীদের প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করেন।

যৌথ বিবৃতিতে তারা বলেন, প্রতি বছর মুসলমানদের জন্য খুশির বার্তা নিয়ে আসে দুটি উৎসব এক. দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাস (রমজান) শেষে আসে ঈদুল ফিতর, দুই. জিলহজ্ব মাসের ১০ তারিখ আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে পশু কোরবানির মধ্যে দিয়ে ঈদুল আযহা (কোরবানির) ঈদ অনুষ্ঠিত হয়।

এই দিনে আল্লাহ কে সন্তুষ্ট করার জন্য ধর্মপ্রাণ মুসলমানরা যার যার সামর্থ অনুযায়ী পশু কোরবানি করে থাকেন। এটিই হলো মুসলমানদের উৎসব (ঈদ)। আর এই আনন্দ উৎসব যেনো ধনী গরীব ভেদাভেদ ভুলে এক সাথে একত্রিত হয়ে ঈদুল আযহা উদযাপন ও সুসাস্থ্য কামনা করে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন এবং সেই সাথে দেশী ও প্রবাসী এবং বিশ্বের সকল মুসলমানদের প্রতি ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

নিউজটি শেয়ার করুন :