শিরোনাম

উখিয়ায় আসছেন মুফতি হাবিবুর রহমান মিসবাহ

 

এম. কলিম উল্লাহ, কক্সবাজার:

কক্সবাজারের উখিয়া উপজেলার অন্তর্গত রত্নাপালং ইউনিয়নের চাকবৈঠা হিলফুল ফুজুল ঐক্য পরিষদের উদ্যোগে ৮তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল আগামী ২৩ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হবে।

এতে প্রধান আলোচক হিসেবে আলোচনা করবেন খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন আল্লামা মুফতি হাবিবুর রহমান মিসবাহ কুয়াকাটা, বরিশাল।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, হযরত মাওলানা মুফতি নুর আহমদ সাহেব। প্রধান পরিচালক দারুল উলুম মাদ্রাসা সাবরাং, টেকনাফ।
হযরত মাওলানা আবুল কালাম (আবু)। শিক্ষক গয়ালমারা দাখিল মাদ্রাসা উখিয়া, কক্সবাজার।
হযরত মাওলানা হাফেজ সেলিম উদ্দিন। খতিব, পশ্চিম চাকবৈটা জামে মসজিদ, উখিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জনাব নূরুল কবির চৌধুরী সাবেক ইউপি চেয়ারম্যান, রত্নাপালং ইউনিয়ন পরিষদ।

মাহফিলে সভাপতিত্ব করিবেন, হযরত মাওলানা নুরুল হক সাহেব। মাহফিল সফলে সবার সহযোগিতা কামনা করেন চাকবৈঠা হিলফুল ফুজুল ঐক্য পরিষদের সভাপতি।

নিউজটি শেয়ার করুন :