শিরোনাম

উখিয়ায় দিনমজুর দুস্থদের পাশে দাঁড়িয়েছে এন আলম শপিং কমপ্লেক্সের স্বত্ত্বাধিকারী

 

এম.কলিম উল্লাহ, কক্সবাজার:
করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষদের পাশে দাঁড়িয়েছে উখিয়ার বাণিজ্যিক স্টেশন কোট বাজারের স্বনামধন্য বিপনী বিতান এন.আলম শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী জনাব নুরুল আলম।

সোমবার (৩০ মার্চ) দুপুর থেকে করোনা ভাইরাসের কারণে রোজগার বন্ধ হয়ে যাওয়া উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের সাদৃকাটা ৯ ওয়ার্ডের দিনমজুর ও দুস্থ মানুষদের মধ্যে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ করা খাদ্যের মধ্যে রয়েছে– ১০ কেজি চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ,সাবানসহ স্বাস্থ্য সুরক্ষার সামগ্রী দেওয়া হয়। সামাজিক দূরত্ব বজায় রেখে অত্র ওয়ার্ডের রিকশাচালক, অটোচালক, ঠেলাগাড়িচালক, গৃহকর্মীসহ বিভিন্ন শ্রেণির দুস্থ মানুষের হাতে এসব সামগ্রী তুলে দেন এন.আলম শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী।

পাশাপাশি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সাধারণ মানুষকে অপ্রয়োজনে বাইরে বের না হয়ে নিজ নিজ বাড়িতে অবস্থান করতে অনুরোধ করেন তিনি। প্রয়োজনে খাদ্য সংকট দূর করতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।

এসময় এন.আলম শপিং কমপ্লেক্সের ম্যানেজিং ডাইরেক্টর জনাব ইমরান আলম শুভ ও বেগম আলম সহ নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :