এম.কলিম উল্লাহ, উখিয়া: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে শোক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট সকালে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোক র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
শোক র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকারুজ্জামান চৌধুরী,উখিয়া সহকারী কমিশনার (ভূমি) ফখরুল ইসলাম, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল মনসুর, উখিয়া পল্লী বিদ্যুৎ এর ডিজিএম গোলাম সারোয়ার মোর্শেদ, উখিয়া সরকারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবুল হোছাইন সিরাজি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গন্যমান্য ব্যক্তিবর্গ।